‘টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৪ জুলাই ২০২১
‘টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ’

টোকিও অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটরা ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকাস্থ জাপান দূতাবাস আয়োজিত টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পৃষ্ঠপোষকতা ও আন্তরিক দিক-নির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গন নতুন নতুন ইতিহাস রচনা করে চলেছে। এবার সময় এসেছে বিশ্ব অলিম্পিকে স্বর্ণজয়ের ইতিহাস রচনা করার।
sportsmail24
তিনি বলেন, আমাদের আর্চার রোমান সানা ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। আমি আশা করি, বাংলাদেশ আসন্ন টোকিও অলিম্পিকে তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিবে এবং বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকা উড়াতে সমর্থ হবে। আমি বাংলাদেশ দলকে আন্তরিক শুভকামনা ও মোবারকবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে জাপান সরকারের পক্ষ হতে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে এবার ৬ জন অংশ নিচ্ছিন। তারা হলেন- দুই আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী; দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ; অ্যাথলেট জহির রায়হান এবং শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিওতে পদক জিতলেই আর্থিক পুরস্কার দেবে ভারত

টোকিওতে পদক জিতলেই আর্থিক পুরস্কার দেবে ভারত

অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

রোমান সানার পর টোকিও অলিম্পিকে দিয়া সিদ্দিকী

রোমান সানার পর টোকিও অলিম্পিকে দিয়া সিদ্দিকী

টোকিও অলিম্পিকে মনোনয়ন পেলেন জহির রায়হান

টোকিও অলিম্পিকে মনোনয়ন পেলেন জহির রায়হান