বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ এএম, ১২ জুলাই ২০২১
বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করার বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা এবং কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের এ দাপুটে জয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাফল্যের নতুন পালক যুক্ত করলো।

তিনি আরও বলেন, করোনা মহামারির এ দুঃসময়ে নানা দুঃসংবাদের মধ্যে এটি নিঃসন্দেহে একটি আশাজাগানিয়া সংবাদ। আশা প্রকাশ করি আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশ আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিবে।

দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানের ব্যবধানে জয় তুল নিয়েছে বাংলদেশ। টাইগারদের এ জয়ে ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের এটি টানা এবং দ্বিতীয় জয়। এর আগে ২০১৩ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক টেস্ট জয়

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক টেস্ট জয়

অতীত নিয়ে ভাবেন না শান্ত

অতীত নিয়ে ভাবেন না শান্ত

মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’

মাহমুদউল্লাহ রিয়াদকে ‘গার্ড অব অনার’

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি

তাসকিন-মুজারাবানিকে আইসিসির শাস্তি