টোকিওতে পদক জিতলেই আর্থিক পুরস্কার দেবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ১০ জুলাই ২০২১
টোকিওতে পদক জিতলেই আর্থিক পুরস্কার দেবে ভারত

টোকিও অলিম্পিকে পদক জিতলেই আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের দিল্লি সরকার। শুধুমাত্র প্রতিযোগীদের নয়, যারা পদক জিতবেন, তাদের কোচের জন্যও রয়েছে পুরস্কার। শুক্রবার (৯ জুলাই) দিল্লি সরকার এ পুরস্কারের ঘোষণা দিয়েছে।

বলা হয়, রাজ্যের যে ক্রীড়াবিদ টোকিওতে অংশ নিয়ে পদক জিতবে তাদের জন্য আর্থিক পুরস্কার রয়েছে। অলিম্পিকে স্বর্ণ জয়ী অ্যাথলিটদের জন্য ৩ কোটি টাকা, রৌপ্য বিজয়ীদের ২কোটি এবং ব্রোঞ্জ বিজয়ীদের জন্য ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

পদকজয়ী অ্যাথলিটদের কোচের জন্যও রয়েছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। সে ক্ষেত্রে প্রত্যেক পদকজয়ীদের কোচ পাবেন ১০ লাখ টাকা করে আর্থিক পুরস্কার।

দিল্লি থেকে এবার টোকিও অলিম্পিকে একাধিক ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। তাদের উৎসাহ দিতেই দিল্লি সরকার এমন পদক্ষেপ নিলো। দিল্লির থেকে এবার মোট ৪ জন অ্যাথিলটকে টোকিও অলিম্পিকে খেলতে দেখা যাবে।

শুটিংয়ে দিল্লির দীপক কুমারের দিকে তাকিয়ে রয়েছে ভারত। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দীপক কুমার। এছাড়া টোকিও অলিম্পিকে টেবিল টেনিসে খেলবেন মণিকা বাত্রা।

অ্যাথলেটিক্সে দিল্লি থেকে এবার ২ জন খেলবেন। একজন আমোজ জ্যাকব, আরেকজন হলেন- সার্থক ভাম্বরি। পদক জয়ের বিষয়ে দু’জনের দিকেই তাকিয়ে রয়েছে দিল্লি।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

অলিম্পিকের জন্য সালাহকে ছাড়বে না লিভারপুল

অলিম্পিকে খেলবেন ফেদেরার-জোকোভিচ

অলিম্পিকে খেলবেন ফেদেরার-জোকোভিচ

রোমান সানার পর টোকিও অলিম্পিকে দিয়া সিদ্দিকী

রোমান সানার পর টোকিও অলিম্পিকে দিয়া সিদ্দিকী

অলিম্পিক খেলার ‘যোগ্য নন’ মোহাম্মদ ফারাহ

অলিম্পিক খেলার ‘যোগ্য নন’ মোহাম্মদ ফারাহ