সাবেক ভারতীয় অধিনায়ক এবং দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়ার ( বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির জন্মদিন ছিল বৃহস্পতিবার (৮ জুলাই)। সৌরভকে শুভেচ্ছা জানাতে তার বেহালার বাড়িতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিকালে যান তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী।
প্রতিবছরই জন্মদিনে সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বাড়িতে ফুল-মিষ্টি পাঠান। এবার ব্যতিক্রম হিসেবে বাড়িতে গিয়েই শুভেচ্ছা জানিয়ে এসেছেন মমতা।
উল্লেখ্য যে এর আগে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে কয়েকবারই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এবারই প্রথমবার সৌরভের বাড়িতে আসলেন মুখ্যমন্ত্রী। সেখানে দুইজনের মধ্যে অনেকক্ষক কথা হয়। তবে কি কথা হয়েছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলির ৪৯তম জন্মদিন ছিল। সকাল থেকেই তার বাড়ির সামনে ভক্তদের ভিড় ছিল। অনেকেই তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। একটিবার প্রিয় দাদাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। ভক্তদের সে আশা দুপুর ১২ টার দিকে পূর্ণ করেন প্রিন্স অফ কলকাতা।
এদিন সংবাদ মাধ্যমে সৌরভ বলেন, ‘আরও একটি বছর পার করলাম। আমি এখন পুরোপুরি সুস্থ আছি। করোনা এখনও পুরোপুরি ঠিক হয়নি। সবাইকে সাবধানে থাকতে হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]