ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে চ্যাম্পিয়ন নেত্রকোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ এএম, ২৫ মার্চ ২০১৮
ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে চ্যাম্পিয়ন নেত্রকোনা

শেরপুর ‘ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে’ স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে নেত্রকোনা জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার জেলার পুলিশ লাইন্স মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

টি-টুয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস জিতে নেত্রকোনা জেলা দল প্রথম ব্যাট করে। নিধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেত্রকোনা ১৮৭ রান করে। নেত্রকোনার পক্ষে ব্যাটসম্যান সাদ্দাম ৩৫ রান, অলরাউন্ডার অপরাজিত সামিউল ৩১ রান, আক্তার ৩১ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ২৪ রান। শেরপুরের পক্ষে রনি ৩০ রানে ২টি ও হাফিজুর ৫০ রানে ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে নেত্রকোনার বোলার ফেরদৌসের বোলিং তোপের মুখে ১৩ দশমিক ১ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয় শেরপুর জেলা দল। শেরপুরের পক্ষে আরাফাত ৩৩ রান এবং সোহাগ ১৭ রান করেন। নেত্রকোনার বোলার ফেরদৌস ৩ দশমিক ১ ওভার বোলিং করে ৩০ রানে দখল করেন ৬ ইউকেট নিয়ে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাজিত হন।

এছাড়া টুর্নামেন্টে নেত্রকোনার অলরাউন্ডার সাদ্দাম হোসেন সর্বোচ্চ ১৩১ রান ও ১ উইকেট দখল করে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাজিত হয়েছেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল বিতরণ করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি সৈয়দা সাহিদা রুমি উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণি। টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলার পুলিশ দল স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা অংশগ্রহণ করে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাধীনতা দিবসে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নান্নু-সুজনরা

স্বাধীনতা দিবসে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নান্নু-সুজনরা

রাজনীতিতে যোগ দিলেন রোনালদিনহো

রাজনীতিতে যোগ দিলেন রোনালদিনহো

সাকিব-মাশরাফিকে প্রধানমন্ত্রীর স্নেহ

সাকিব-মাশরাফিকে প্রধানমন্ত্রীর স্নেহ

পিএসজিকে ৪৪ লাখ টাকা জরিমানা

পিএসজিকে ৪৪ লাখ টাকা জরিমানা