রাজনীতিতে যোগ দিলেন রোনালদিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৫ মার্চ ২০১৮
রাজনীতিতে যোগ দিলেন রোনালদিনহো

ব্রাজিল ও বার্সার কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো বুটজোড়া তুলে রেখেছেন বেশ কিছুদিন আগে। হয়েছেন ফুটবলের শুভেচ্ছা দূত। এবার রোনালদিনহোর ব্রত হচ্ছেন মানবসেবায়। জড়িয়ে পড়ছেন রাজনীতিতে। প্রতিদ্বন্দ্বীতা করবেন এবার ব্রাজিলের সাধারণ নির্বাচনে।

চলতি বছরের অক্টোবরে ব্রাজিলের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ফুটবলার। গত বছর ফুটবলকে পুরোপুরি বিদায় জানানোর পরই ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে যে কোন সময় রাজনীতিতে নামতে পারেন তিনি। তার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে মাত্র এক বছরের মাথায়।

ব্রাজিলিয়ান রিপাবলিকান পার্টির (পিআরবি) হয়ে নিজের জন্মস্থান ব্রাসিলিয়াতে নির্বাচনে লড়াই করবেন রোনালদিনহো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পার্টির কাছে তার পক্ষ থেকে যে সব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলোয় অনুমোদন দিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাজিলের কিংবদন্তি এ ফুটবলার।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোনালদিনহো বলেন, ‘আমি খুব খুশি যে, এমন একটি প্রজেক্টে আমি যোগ দিয়েছি যেখান থেকে আমার দুর্বিনীত ইচ্ছা, মানুষের মধ্যে আনন্দ এবং সু-স্বাস্থ্যের সর্বোচ্চ বন্দোবস্ত করা। একই সঙ্গে আমাদের দেশটির উন্নতি এবং আধুনিকতার সর্বোচ্চ বাস্তবায়ন ঘটানোর।’

পিআরবি প্রেসিডেন্ট এবং ব্রাজিলের সিনেটর এদুয়ার্দো লোপেজ বলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। রোনালদিনহোর অন্য অনেক স্মরণীয় ঘটনার মতই একটি ঘটনা।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফেবারিট ফ্রান্সকে হারিয়ে দিয়েছে কলম্বিয়া

ফেবারিট ফ্রান্সকে হারিয়ে দিয়েছে কলম্বিয়া

ইতালিকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা

ইতালিকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা

নেইমার ছাড়াই রাশিয়ার জালে ব্রাজিলের ৩ গোল

নেইমার ছাড়াই রাশিয়ার জালে ব্রাজিলের ৩ গোল

বিশ্ব একাদশের নেতৃত্বে মরগান

বিশ্ব একাদশের নেতৃত্বে মরগান