আর্জেন্টিনায় নিজ শহরে নুতন করে অংকিত হয়েছে লিওনেল মেসির বহুমাত্রিক ম্যুরাল। যেখানে ৩৪ বছর আগে জন্মগ্রহণে করেছিলেন দেশটির এই উজ্জ্বল নক্ষত্র। এসব ম্যুরালের শিরোনাম দেওয়া হয়েছে ‘ভিন গ্রহ থেকে এবং আমাদের প্রতিবেশী’।
রোজারিও শহরের নিকটবর্তী লা বাজাদায় চারতলা ভবন জুড়ে অংকিত হয়েছে মেসির একটি প্রতিকৃতি। সেটি মেসির শিশুকালের ছবি, যখন তিনি প্রাথমিক স্কুলে পড়তেন।
এ প্রতিকৃতি অংকনকারীদের একজন মার্রেন জুরিয়াগা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমাদের চিন্তা জুড়ে লিও। তার প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করার জন্য রোজারিওতে এর চেয়ে বেশি কিছু আর হতে পারে না।’
বৃহস্পতিবার উন্মুক্ত করা হয় ১৪ মিটার উচু এবং ৮ মিটার চওড়া মেসির আবক্ষ একটি ছবি। সেই সঙ্গে ছোট্ট করে আঁকা হয় শিশুকালে বল হাতে মেসির আরেকটি ছবি। বড় মেসির গলায় ঝুলে আছে ফিতা দিয়ে বাঁধা এক জুড়া বুট। একটি বুট কালো এবং অপরটি সোনালী রঙের। ইউরোপের শির্ষ গোলদাতা হিসেবে ছয়বার গোল্ডেন বুট জয় করার স্বীকৃতি হিসেবে মেসির ওই প্রতিকৃতি অংকিত হয়েছে।
"From another galaxy and from my neighborhood"
— B/R Football (@brfootball) July 2, 2021
In front of the school that Lionel Messi attended as a child in Rosario, a huge mural has been drawn by Argentine artists Fer Lerena, Massi Ledesma, Lisandro Urteaga and Marlen Zuriaga pic.twitter.com/coqVS40vER
আধুনিক ফুটবলে বার্সেলোনার এ জীবন্ত কিংবদন্তী তারকাকে সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। আটবার তিনি স্পেনের লা লিগায় সর্বোচ্চ গোলদাতার আসন লাভ করেছেন।
আর্জেন্টিনা জাতীয় দলের এ অধিনায়ক বর্তমানে কোপা আমেরিকায় অংশগ্রহণের জন্য ব্রাজিলে অবস্থান করছেন। সেখানেও গ্রুপ পর্বে সর্বাধিক গোলদাতার আসনটি এখন পর্যন্ত মেসির দখলে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]