আজকের খেলার খবর (২ জুলাই, ২০২১)

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ এএম, ০৩ জুলাই ২০২১
আজকের খেলার খবর (২ জুলাই, ২০২১)

শুক্রবার (২ জুলাই) শুরু হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়াটার ফাইনালের লড়াই। কোয়াটার ফাইনালে সারাবিশ্বের নজর থাকবে বেলিজিয়াম-ইতালি ম্যাচের দিকে। এছাড়াও কোপা আমেরিকার কোয়াটার ফাইনালে ভোররাতে মুখোমুখি হবে ব্রাজিল এবং চিলি।

এক নজরের আজকের খেলার খবর

ইউরো ২০২০ (কোয়ার্টার-ফাইনাল)

সুইজারল্যান্ড-স্পেন, রাত ১০:০০
বেলজিয়াম-ইতালি, রাত ১:০০

সরাসরি: সনি টেন ২, সনি সিক্স

কোপা আমেরিকা (কোয়ার্টার-ফাইনাল)

পেরু-প্যারাগুয়ে, শনিবার ভোর ৩:০০
ব্রাজিল-চিলি, শনিবার ভোর ৬:০০

সরাসরি: সনি টেন ২, সনি সিক্স

টেনিস

উইম্বলডন (তৃতীয় রাউন্ড), সন্ধ্যা ৬:০০

সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

রেস

তুর দে ফ্রান্স, বেলা ৩:০০

সরাসরি: ইউরোস্পোর্ট

গলফ

পিজিএ ট্যুর, রাত ১:০০

সরাসরি: ইউরোস্পোর্ট

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এভারটনের দায়িত্বে রাফা বেনিতেজ

এভারটনের দায়িত্বে রাফা বেনিতেজ

টটেনহামের দায়িত্ব নিলেন সাবেক উলভস বস নুনো

টটেনহামের দায়িত্ব নিলেন সাবেক উলভস বস নুনো

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ক্যাম্প ন্যুতে

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ক্যাম্প ন্যুতে

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট