শুক্রবার (২ জুলাই) শুরু হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়াটার ফাইনালের লড়াই। কোয়াটার ফাইনালে সারাবিশ্বের নজর থাকবে বেলিজিয়াম-ইতালি ম্যাচের দিকে। এছাড়াও কোপা আমেরিকার কোয়াটার ফাইনালে ভোররাতে মুখোমুখি হবে ব্রাজিল এবং চিলি।
এক নজরের আজকের খেলার খবর
ইউরো ২০২০ (কোয়ার্টার-ফাইনাল)
সুইজারল্যান্ড-স্পেন, রাত ১০:০০
বেলজিয়াম-ইতালি, রাত ১:০০
সরাসরি: সনি টেন ২, সনি সিক্স
কোপা আমেরিকা (কোয়ার্টার-ফাইনাল)
পেরু-প্যারাগুয়ে, শনিবার ভোর ৩:০০
ব্রাজিল-চিলি, শনিবার ভোর ৬:০০
সরাসরি: সনি টেন ২, সনি সিক্স
টেনিস
উইম্বলডন (তৃতীয় রাউন্ড), সন্ধ্যা ৬:০০
সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
রেস
তুর দে ফ্রান্স, বেলা ৩:০০
সরাসরি: ইউরোস্পোর্ট
গলফ
পিজিএ ট্যুর, রাত ১:০০
সরাসরি: ইউরোস্পোর্ট
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]