দেশের কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের বিরুদ্ধে ব্যাট ভাঙা এবং প্রতিষ্ঠানটি তার দায় নিতে নারাজ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। বৃহস্পতিবার (১ জুলাই) সাইফউদ্দিন ফেসবুকে তার পেজে দুটি ভাঙা ব্যাটের ছবি প্রকাশ করে অভিযোগ করেন তিনি। তবে সাইফউদ্দিনের সেই অভিযোগ (দায় নেওয়া) সত্য নয় বলে জানিয়েছে এসএ পরিবহন।
জিম্বাবুয়ে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথমে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়া ১৮ সদস্যের বাংলাদেশ টেস্ট দল ইতিমধ্যে জিম্বাবুয়ে পৌঁছেছে। সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছে মোহাম্মদ সাইফউদ্দিন।
সফরে যাওয়ার আগে দুটি ব্যাট ঠিক করার জন্য এসএ পরিবহনের মাধ্যমে ফেনী থেকে রাজাশাহী পাঠিয়ে ছিলেন সাইফউদ্দিন। তবে সেই ব্যাট দুটি ভাঙা অবস্থায় রাজশাহী থেকে রিসিভ করা হয়েছে। যা নিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগ করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সাইফউদ্দিন ফেসবুকে তার পেজে লিখেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এসএ পরিবহন থেকে রাজশাহীতে। ব্যাট রিপেয়ারিং করার জন্য দুইটা ব্যাট। কিন্তু রিপেয়ার-এর পরিবর্তে ব্যাট-এর অবস্থা, এর দায় নিতে নারাজ ফেনী এসএ পরিবহন। মনটা এজন্যই বেশি খারাপ কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের (সাকিব আল হাসান) কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
ভাঙা ব্যাটসহ সাইফউদ্দিনের এই পোস্ট স্যোশাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। তবে এসএ পরিবহন বলছে, ব্যাটটি তারা ইচ্ছা বা তাদের ভুলের জন্য ভেঙে গেছে বিষয়টি এমন নয়। তাদের দাবি, সাইফউদ্দিনের ব্যাট বহনকারী এসএ পরিবহনের গাড়ীটি রাজশাহী যেতে দুর্ঘটনার কবলে পড়েছিল। যার কারণে, সাইফউদ্দিনের ব্যাট ছাড়াও ওই গাড়ি থাকা অন্যান্য মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে এসএ পরিবহনের ঢাকার প্রধান অফিসে যোগাযোগ করা (মোবাইলে) করা হলে বিষয়টি সম্পর্কে তাদের কাছে কোন তথ্য নেই বলে জানানো হয়। স্পোর্টসমেইল২৪.কমকে এসএ পরিবহনের ঢাকার প্রধান অফিসের ম্যানেজার আব্দুল হাই বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। এ তথ্য তো আমার কাছেই আসার কথা, কিন্তু এ তথ্য আমার কাছে নেই।’
তবে এসএ পরিবহনের ফেনী অফিসে কথা বললে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। ফেনী অফিসের ম্যানেজার আতিকুর রহমান স্পোর্টসমেইল২৪.কমকে বলেন, ‘ঘটনা হলো সাইফউদ্দিন সাহেব ফেনী থেকে ব্যাটি রাজশাহীতে পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল। আমাদের পুরো গাড়ি দুমড়ে-মুছড়ে গেছে। গাড়িটা এখনও ঠিক হয়নি। গাড়িটেতে যাদের মালামাল ছিল তাদের ফোন করে দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে সাইফউদ্দিন সাহেবের ব্যাটও দেওয়া হয়।’
‘রাজশাহী থেকে ওনার (সাইফউদ্দিন) লোক যখন পার্সেলটা নিছে তখন কোন অভিযোগও করেননি। জাস্ট বলেছে, ব্যাটটা এমন কেন? তখন দুর্ঘটনার কথা বলা হলে তিনি ব্যাটটি নিয়ে যান। পরদিন সাইফউদ্দিন সাহেব আমার এখানে অফিসে (ফেনী এসএ পরিবহন) আসছিলেন। তিনি বললে আমি রাজশাহীতে কল করে বিষয়টি জানাতে পারি। তখন রাজশাহী অফিস জানায়, আমাদের গাড়টি এক্সিডেন্ট হয়েছে। যার কারণে জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু দায় নেবে না এ ধরনের কোন কিছু না।’
তিনি আরও বলেন, ‘উনি তো জিনিসটা ডেলিভারি নিয়ে চলে গেছেন, এক। দ্বিতীয়ত, ওখানে (রাজশাহী) লিখিত কোন অভিযোগ করেননি।এমনকি আমার কাছেও এখনো করা হয়নি। আমি বলেছিলাম, আপনি (সাইফউদ্দিন) একটি লিখিত অভিযোগ করেন, এটা তো আর আমার একা কিছু করার নেই। অফিসের নিয়ম অনুযায়ী যেতে হবে, এটা আমি ওনাকে (সাইফউদ্দিন) বলেছি। কিন্তু ওনি ঢাকা থেকে ফিরে পরে কথা বলবেন বলে চলে গেছেন।’
ক্ষতিপূরণ বা এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন ওনি যেটা বলছেন (ফেসবুকে) যে, আমরা দায় নিতে নারাজ। এটা (ব্যাট ভাঙা) তো ইচ্ছে করে করা হয়নি। একটি প্রতিষ্ঠান তো আর ইচ্ছা করে কারো ক্ষতি করে না। একটা ক্ষতি হয়ে গেছে। এখন অভিযোগ করলে প্রতিষ্ঠান তার সিস্টেম অনুযায়ী দেখবে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]