ভারতীয় নারী ক্রিকেটের অন্যতম নক্ষত্র মিতালি রাজ। অন্যান্য সব কিংবদন্তির মত তার জীবনী নিয়েও তৈরি হচ্ছে সিনেমা। রুপালী পর্দায় মিতালি রাজের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা তাপসী পান্নুকে। সিনেমার পরিচালক হিসেবে কাজ করবেন বাংলার অন্যতম সেরা পরিচালক সৃজিত মুখার্জী।
সিনেমার চিত্রনাট্য, পরিচালক এবং কলাকুশলী ২০১৯ সালেই নির্ধারণ করা হয়েছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে যায়। মিতালি রাজের এ বায়োপিকে রাহুল ঢোলাকিয়ার পরিচালক হিসেবে কাজ করার কথা ছিল। তবে সম্প্রতি রাহুল ঢোলাকিয়া জানিয়েছেন তিনি পরিচালনা করছেন না এ বায়োপিক।
মিতালি রাজের এ বায়োপিকের নাম ঠিক করা হয়েছে ‘সাবাস মিথু’। মঙ্গলবার এক টুইট বার্তায় পরিচালক রাহুল ঢোলাকিয়া জানিয়েছেন, 'আমি জানতাম এ ছবি আমিই পরিচালনা করছি। তবে আচমকাই এ ছবির সঙ্গে আমার যাত্রা থেমে গেল। ছবির সাথে সবার প্রতি আমার শুভকামনা রইলো। এ ছবির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই অনেক আবেগ তাড়িত হয়ে উঠছি।'
#ShabaashMithu: RAHUL DHOLAKIA ISSUES STATEMENT... pic.twitter.com/J6D2qpWpBH
— taran adarsh (@taran_adarsh) June 22, 2021
এছাড়াও বিবৃতিতে সিনেমার সাথে জড়িত না থাকেও রাহুল ছবির সাফল্যও কামনা করেন। তিনি বলেন, 'আমি আশা করি এ ছবি বেশ সফল হবে।'
মিতালি রাজের বায়োপিক তৈরির দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত সৃজিত মুখার্জী। তিনি জানিয়েছেন, 'একজন ক্রিকেট প্রেমী হিসেবে মিতালি সবসময়ই আমার অনুপ্রেরণা। আগে থেকেই জানতাম তাকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে। আর এখন আমি নিজে এ ছবির অংশ। দ্রুতই সিনেমাটিকে রুপালি পর্দায় নিয়ে আসার চেষ্টা থাকবে।'
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]