জাপানের টোকিও অলিম্পিকে খেলবেন দিয়া সিদ্দিকী। রিকার্ভ নারী ইভেন্টে অলিম্পিক বাছাইয়ে বাদ পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ সুখবর এসেছে। দেশের আরেক আর্চার রোমান সানা মতো নিজ যোগ্যতায় না পারলেও ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে খেলবেন দিয়া।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিশ্ব আরচ্যারি ফেডারেশনকে বিষয়টি অবহিত করার পর বিশ্ব আরচ্যারি ফেডারেশন স্ব স্ব ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এশিয়ান আরচ্যারি ফেডারেশনের এ সহ-সভাপতি জানান, সুইজারল্যান্ডে বিশ্বকাপ আরচ্যারিতে পারফরম্যান্সের জন্য তাকে (দিয়া সিদ্দিকী) বিশ্ব আরচ্যারি মনোনীত করেছে।
বাংলাদেশের দিয়া সিদ্দিকি ছাড়াও মালাউ ও ভার্জিন আইসল্যান্ডের একজন করে পুরুষ আর্চার এবং চাদের নারী আর্চার ওয়াইল্ড কার্ড পেয়েছেন।
আহমেদ চপল বলেন, আমাদের (বাংলাদেশ) আরেকজন আর্চার অলিম্পিকে খেলবে, এটা খুবই খুশির খবর। সেও নিজেকে কার্ড পাওয়ার জন্য প্রস্তুত করেছে।
টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া দিয়া রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও রোমান সানার সঙ্গে মিশ্র ইভেন্টেও খেলবেন। ফলে টোকিও অলিম্পিকে বাংলাদেশের ইভেন্ট বাড়লো।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]