প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে হোবার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ এএম, ২২ জুন ২০২১
প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে হোবার্ড

অনেক বিতর্ক এবং সমালোচনার পর অবশেষে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের লরেল হাবার্ড। আসন্ন টোকিও অলিম্পিকে নারীদের ভারোত্তোলন ইভেন্টে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

চলতি বছরে অনুষ্ঠিতব্য অলিম্পিকের ভারোত্তোলন ক্যাটাগরিতে নিয়মে কিছু পরিবর্তন এসেছে। নিয়মের পরিবর্তন করায় অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন হাবার্ড। এর আগে ২০১৩ সাল পর্যন্ত পুরুষদের ভারোত্তোলন ক্যাটাগরিতে খেলেছেন তিনি।

ট্রান্সজেন্ডার হওয়ার আগে ২০১৩ সাল পর্যন্ত পুরুষদের ভারোত্তোলন ক্যাটাগরিতে খেলতেন হাবার্ড। আগে পুরুষদের ইভেন্টে খেলার কারণে সমালোচকদের মতে হাবার্ডকে সুযোগ দেওয়া হলে এটি তার জন্য বাড়তি সুবিধা যোগ করবে।

sportsmail24

সমালোচকদের কথায় কান দিয়ে নিজের খেলার দিকে মনযোগ দিতে চান ৪৩ বছর বয়সী হাবার্ড। অলিম্পিকে সুযোগ দেওয়ার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়েছেন তিনি। টোকিও অলিম্পিকে নারীদের ৮৭ কেজি ওজন শ্রেণিতে খেলবেন তিনি।

নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির দেওয়া এক বিবৃতিতে হাবার্ড বলেছেন, 'নিউজিল্যান্ডের মানুষের কাছ থেকে পাওয়া সমর্থন ও ভালোবাসায় আমি সত্যিই আনন্দিত। সমর্থন দেওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোতে ‘বর্ণবাদ’, তদন্তে উয়েফা

ইউরোতে ‘বর্ণবাদ’, তদন্তে উয়েফা

নারীদেরও পাঁচদিনের টেস্ট চান হেথার নাইট

নারীদেরও পাঁচদিনের টেস্ট চান হেথার নাইট

টোকিও অলিম্পিকে নতুন নিয়ম, না মানলে কড়া শাস্তি

টোকিও অলিম্পিকে নতুন নিয়ম, না মানলে কড়া শাস্তি

টোকিও অলিম্পিক : জাপান গিয়ে করোনা পজিটিভ উগান্ডার অ্যাথলেট

টোকিও অলিম্পিক : জাপান গিয়ে করোনা পজিটিভ উগান্ডার অ্যাথলেট