অলিম্পিক শুরুর আগেই এর বিরোধীতা করে আসছিলো জাপানের সাধারণ জনগণ থেকে শুরু করে চিকিৎসকরাও। অলিম্পিক শুরুর পূর্বেই এবার অলিম্পিকে অংশ নিতে আসা এক অ্যাথলেট করোনা পজিটিভ হয়েছেন। অলিম্পিকে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে এটিই প্রথম করোনা শনাক্তের ঘটনা।
অলিম্পিকে অংশ নিতে জাপানের রাজধানী টোকিওতে শনিবার (১৯ জুন) ৯ সদস্যের দল পাঠায় উগান্ডা। বিমানবন্দরে করোনা পরীক্ষায় একজন বাদে বাকি সকলেরই ফলাফল নেগেটিভ আসে। করোনাভাইরাস শনাক্ত হওয়া অ্যাথলেটকে বিমানবন্দর থেকে সেন্ট্রাল জাপানে যেতে দেয়া হয়নি। বাকি আটজনকে বিশেষ বাসে আয়োজক শহর ওসাকায় নেয়া হয়েছে।
ইয়াসুতোশি নিশিমুরা, অর্থনীতি বিষয়ক দায়িত্বে থাকা মন্ত্রী গণমাধ্যমকে জানান, জাপান সরকার ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখছে। উগান্ডা দলের সকল খেলোয়াড় অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিয়েছেন পাশাপাশি সকলের করোনা নেগেটিভ সনদও ছিল তারপরও কেন এমনটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উগান্ডার আগে অস্ট্রেলিয়া নারী সফটবল দল জাপানে পৌঁছায়। তাদের কেউ করোনা পজিটিভ না হলেও উগান্ডার এই ঘটনা বিস্মিত করেছে আয়োজকদেরও। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে আবারও টোকিও অলিম্পিক স্থগিত করার জোর দাবি উঠে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত অ্যাথলেটের নাম প্রকাশ করেনি উগান্ডা। তাকে সরকারি ব্যবস্থাপনায় আইসেলোশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]