টোকিও অলিম্পিকের জন্য বাংলাদেশিদের জন্য ভাকসিন বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সে লক্ষ্যে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম বন্ধ থাকার পরও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (১৩ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অলিম্পিকগামী অ্যাথলেট এবং কর্মকর্তারা ভ্যাকসিন নেন।
শুধু অলিম্পিক নিশ্চিত হওয়া অ্যাথলেট এবং ওয়াইল্ড কার্ড নিয়ে যাদের যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকেও ভ্যাকসিনের আওতায় এনেছে বিওএ। টানা দুইবারের এসএ গেমসে স্বর্ণ পদক পাওয়া ভারোউত্তোলক মাবিয়া আক্তার সীমান্তও ভ্যাকসিন নিয়েছেন।
বিশেষ ব্যবস্থায় অলিম্পিকগামী অ্যাথলেটদের ভ্যাকসিন দেওয়ায় আর্চার রোমান সানা বিওএকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বিওএকে ধন্যবাদ ভ্যাকসিনের বিশেষ ব্যবস্থার জন্য। সবার কাছে দোয়া চাচ্ছি যেন অলিম্পিকে ভালো করতে পারি।’
অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেট এবং কর্মকর্তারা ছাড়াও আর্চাররা ভ্যাকসিনের আওতায় এসেছেন। প্যারিসে অনুষ্ঠিতব্য আর্চারি বিশ্বকাপ খেলতে যাওয়া আর্চার এবং কোচ ফেডরিক মার্টিন ভ্যাকসিন নিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]