টোকিও অলিম্পিকে সুযোগ মিললো ভারতীয় চানুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ এএম, ১৪ জুন ২০২১
টোকিও অলিম্পিকে সুযোগ মিললো ভারতীয় চানুর

টোকিও অলিম্পিকে অংশ নেয়া চূড়ান্ত হলো ভারতীয় অ্যাথলেট মীরাবাঈ চানুর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ব্যাপারটি নিশ্চিত করে টুইটে শুভেচ্ছা জানায় চানুকে। এর আগে ২০১৭ সালে বিশ্বকাপ জিতেছিলেন চানু।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তাদের টুইটে লিখেন, 'টোকিও অলিম্পিকে জায়গা করে নেয়ায় চানুকে অভিনন্দন। বর্তমানে তিনি ভারোত্তোলোনের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।'

৪৯ কিলোগ্রাম বিভাগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা চানু এই মুহূর্তে ভারোত্তোলোকদের র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর দ্বিতীয় স্থানে থাকার কারণেই মূলত সুযোগ পাচ্ছেন তিনি।

যদিও তিনি চতুর্থ স্থানে ছিলেন কিন্তু অলিম্পিক থেকে উত্তর কোরিয়া নাম সরিয়ে নেয়ায় তিনি ২য় স্থানে উঠে আসেন। এর আগে রিও অলিম্পিকে সুযোগ পেয়েছিলেন চানু। 

সেবার তেমন কিছু করতে পারেননি তিনি। আগের বারের ব্যর্থতাকে ভুলে এবার নিজেকে অনন্য উচ্চতায় নেয়ার সুযোগ রয়েছে চানুর সামনে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেনিসের নতুন রানী ক্রেইচিকোভা

টেনিসের নতুন রানী ক্রেইচিকোভা

যৌন দুর্ব্যবহার : সুরহা না পেয়ে ক্ষেপেছেন মেডলাইন গ্রোভেস

যৌন দুর্ব্যবহার : সুরহা না পেয়ে ক্ষেপেছেন মেডলাইন গ্রোভেস

তিন পদকে কোরিয়া মিশন শেষ করলো বাংলাদেশি আর্চাররা

তিন পদকে কোরিয়া মিশন শেষ করলো বাংলাদেশি আর্চাররা

দাবা বিশ্বকাপে খেলবেন জিয়া

দাবা বিশ্বকাপে খেলবেন জিয়া