যৌন দুর্ব্যবহার : সুরহা না পেয়ে ক্ষেপেছেন মেডলাইন গ্রোভেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১৩ জুন ২০২১
যৌন দুর্ব্যবহার : সুরহা না পেয়ে ক্ষেপেছেন মেডলাইন গ্রোভেস

প্রাণঘাতি করোনার কারণে শঙ্কায় থাকা টোকিও অলিম্পিক থেকে অনেকেই নাম প্রত্যাহার করে নিচ্ছেন। সেই তালিকায় নাম লেখালেন অস্ট্রেলিয়ার নারী সাঁতারু মেডলাইন গ্রোভেস। তবে তিনি করোনা শঙ্কায় নয়, যৌন দুর্ব্যবহারের অভিযোগ করে কোন প্রতিকার না পাওয়ায় ২৬ বছর বয়সী গ্রোভেস এমন সিদ্ধান্ত নিয়েছেন।

২০২০ সালে ২৬ বছরের অজি সাঁতারু কয়েক বছরের আগের এক ঘটনা ঘটেছিল তার জীবনে। ২৬ বছরের সাঁতারু জানিয়েছিলেন, তিনি যখন সুইম শুট পড়ে প্রতিযোগিতার আগে অনুশীলনে শুরু করছিলেন, তখন তাকে এক ব্যক্তি কুনজরে (যৌন দুর্ব্যবহার) দেখছিলেন। সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মেডলাইন গ্রোভেস।

বিষয়িটি নিয়ে অস্ট্রেলিয়ার সাঁতার সংগঠনের তরফ থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় টোকিও অলিম্পিকের ট্রায়াল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মেডলাইন গ্রোভেস। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে ঘটনার বিস্তারিত বিবরণও দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাঁতার সংগঠনের তরফ থেকে বলা হয়েছিল, তারা মেডলাইন গ্রোভেসের করা যৌন দুর্ব্যবহারের অভিযোগটিকে গুরুত্বের সঙ্গে দেখবে। গ্রোভেসের সাথে তার প্রাথমিক অভিযোগের বিষয়ে গত নভেম্বর এবং ডিসেম্বরে যোগাযোগ করেছিল, তবে তিনি আরও তথ্য সরবরাহ করতে অস্বীকার করেছিলেন এবং এর আগের কোন অভিযোগের কোন রেকর্ড নেই। সেই কারণেই তারা সাঁতারু মেডলাইন গ্রোভেসের করা অভিযোগ তদন্ত সঠিক পদ্ধতিতে করতে পারেননি।

মূলত এরপরেই চটেছেন অস্ট্রেলিয়ার মহিলা সাঁতারু মেডলাইন গ্রোভেস। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাই-এ সিলভার পদক জিতেছিলেন তিনি। রিও অলিম্পিক্সের ৪*৪০০ মিটার পদক জিতেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেন মেডলাইন গ্রোভেস লিখেছেন, ‘আপনি যুবতী এবং মেয়েদের আর শোষণ করতে পারবেন না।’ তবে এটা কার উদ্দেশ্যে তার নাম উল্লেখ করেননি তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এবার ভারতের অলিম্পিক পোশাক তৈরি থেকে চীনা সংস্থাকে অব্যাহতি

এবার ভারতের অলিম্পিক পোশাক তৈরি থেকে চীনা সংস্থাকে অব্যাহতি

টোকিও অলিম্পিক : নতুন জরিপে পাল্টে গেছে জাপানীজদের মত

টোকিও অলিম্পিক : নতুন জরিপে পাল্টে গেছে জাপানীজদের মত

ফাঁকা গ্যালারিতে খেলবেন না জোকোভিচ

ফাঁকা গ্যালারিতে খেলবেন না জোকোভিচ

টোকিও অলিম্পিকে মনোনয়ন পেলেন জহির রায়হান

টোকিও অলিম্পিকে মনোনয়ন পেলেন জহির রায়হান