দক্ষিণ কোরিয়ায় এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ-১ আর্চারিতে তিনটি পদক জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আর্চাররা দিনের শুরুতেই জিতে নেয় দুই রৌপ্য এবং বিকেলে নিজেদের পকেটে পুরে একটি ব্রোঞ্জ পদক।
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ- ১ আর্চারিতে গিয়েছিলেন বিকেএসপির ছয় আর্চার। সব ইভেন্ট মিলিয়ে ছয় আর্চার পকেটে পুরেছে তিন পদক। তবে ব্যক্তিগতভাবে কোনো পদক জিততে পারেননি আর্চাররা।
টুর্নামেন্টের শেষ দিন সকালে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ফাইনালে নামেন শেখ সজীব এবং পুষ্পিতা জামান। তারা কোরিয়ার কাছে ১৪৬-১৫৫ ব্যবধানে হেরে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালেও কোরিয়ার কাছে হেরে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে নামেন শেখ সজিব, হিমু বাছাড় এবং মো আসিফ মাহমুদ। এবার কোরিয়ার কাছে ২০৫-২৩৫ স্কোরের ব্যবধানে হার।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে উঠতে না পারলেও ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। এ ইভেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন প্রদীপ্ত চাকমা এবং রজনী আক্তার। ব্রোঞ্জের লড়াইয়ে জয় পেয়ে টুর্নামেন্টে বাংলাদেশের শেষ পদকটি এনে দেন তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]