বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজিত ফিদে ওয়ার্ল্ড কাপ বাছাই এশিয়ান জোনালের চ্যাম্পিয়নশিপে নবম রাউন্ড শেষে আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি এ যোগ্যতা অর্জন করেছেন।
পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় কিছুটা স্বস্তি জিয়ার। তিনি বলেন, 'কিছুটা চিন্তায় ছিলাম। রাজিব জিতে গেলে আমার সুযোগ থাকতো না। তবে তাতে আফসোস থাকতো না। কারণ আমি এর আগে চার বার অংশ নিয়েছি।' সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব রানারআপ রয়েছেন।
এ বছর বিশ্বকাপ দাবায় দু’শোর বেশি দাবাড়ু অংশগ্রহণ করবেন। এজন্য বাংলাদেশ থেকে দুজন দাবাড়ু অংশ নিচ্ছেন। ১০০ এর মধ্যে ফিদে র্যাঙ্কিংয়ে থাকা দেশগুলো একজন করে দাবাড়ু বিশ্বকাপ নির্বাচিত করেছেন।
২০১৯ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে নিয়াজ মোর্শেদ চ্যাম্পিয়ন হওয়ায় তিনি সরাসরি খেলবেন আসন্ন রাশিয়া বিশ্বকাপ। এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হিসেবে জিয়া তার সঙ্গী হবেন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপ দাবায় দুজন অংশ নিচ্ছেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]