নির্ধারিত সময়ে টোকিও অলিম্পিক গেমস আয়োজনে পক্ষে মত দিয়েছেন প্রায় অর্ধেক জাপানীজ নাগরিক। নতুন জরিপে সোমবার (৭ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র সাত সপ্তাহ আগে নিজ দেশের এ সমর্থন আয়োজক জাপানকে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে।
জাপানীজ দৈনিক ইওমিউরি শিমবানের পরিচালিত জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ মানুষ গেমস আয়োজনের পক্ষে মত দিয়েছেন। ৪৮ শতাংশ অবশ্য বাতিলের পক্ষে রায় দিয়েছেন। জরিপে স্থগিতের অবশ্য কোন অপশন ছিল না।
এর আগে জাতীয়ভাবে পরিচালিত এক জরিপে দেখা গিয়েছিল, বেশিরভাগ মানুষই গ্রীষ্মে গেমস আয়োজনের বিপক্ষে মত দিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বাতিল কিংবা স্থগিতের পক্ষে নিজেদের মত দিয়েছিলেন।
মে মাসের শুরুতে বেশ কিছু দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত জরিপ পরিচালনা করা হয়। সেখানে দেখা গেছে, ৫৯ শতাংশ বিপক্ষে ও ৩৯ শতাংশ গেমস আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন।
টোকিওসহ বেশ কিছু ক্লাস্টার এরিয়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সুবাদে সম্প্রতি জাপানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আনুপাতিক হারে কমে এসেছে। এর মাঝে ভ্যাকসিনেশন কার্যক্রম বেশ দ্রতগতিতে চলার কারণেও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কমছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
চলতি মাসের শেষে আয়োজক সংস্থা সিদ্ধান্ত নিবে কত সংখ্যক দর্শক প্রতিদিন স্টেডিয়াগুলোতে প্রবেশ করতে পারবে। ইতোমধ্যেই বিদেশী দর্শকদের ব্যপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]