জাপানের উদ্দেশে সোমবার (৩১ মে) অস্ট্রেলিয়া ছেড়েছে দেশটির সফট বল দল। প্রথম বিদেশি দল হিসেবে টোকিও অলিম্পিকে যোগ দিতে যাচ্ছে তারা।
২৩ সদস্যের স্কোয়াড নিয়ে টোকিও যাচ্ছে অস্ট্রেলিয়া সফটবল দল। মহামারির কারণে এক বছর পিছিয়ে যাওয়া অলিম্পিকের জন্য এটি একটি মাইলফলক। করোনাভাইরাসের কারণে আবারও বন্ধ হতে বসেছিলো টোকিও অলিম্পিক। তবে অস্ট্রেলিয়া সফটবল দলের টোকিও যাত্রা অলিম্পিকের জন্য আশার আলো হয়ে আছে।
সিডনি থেকে টোকিও যাত্রার আগে অস্ট্রেলিয়া দলের সদস্য এবং সাপোর্ট স্টাফরা সবাই কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছে। এছাড়াও কয়েকবার করোনা পরীক্ষা করানো হয়েছে। দেশ ছাড়ার আগে স্কোয়াডের সদস্য জেড ওযাব বলেন,‘আমরা জানি আমাদেরকে বেশ কয়েকবার কোভিড পরীক্ষার ভিতর দিয়ে যেতে হবে এবং এটি একটি দীর্ঘ সফর। তবে আমরা সম্পুর্ন প্রস্তুত। নিজেদেরকে নিরাপদ রাখতে যা কিছু করার দরকার সবকিছুই করতে আমরা প্রস্তুত।’
যদিও জাপানে এক জরিপে দেখা গেছে বেশিরভাগ জনগণই এবারের অলিম্পিক আয়োজনের বিপক্ষে। এরপরেও আয়োজক কমিটি যে করেই হোক অলিম্পিক আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]