ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যাচ্ছেন শুট্যার বাকি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ এএম, ৩০ মে ২০২১
ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যাচ্ছেন শুট্যার বাকি

ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যাচ্ছেন শুট্যার আব্দুলাহ হেল বাকি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে পুরুষ এবং নারী ইভেন্টের জন্য দুইটি ওয়াইল্ড কার্ডের আবেদন করেছিল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। তবে শেষ পর্যন্ত একটি ওয়াইল্ড কার্ড পাচ্ছে শুটিং।

আইওসি থেকে পাওয়া ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যাবেন কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্যজয়ী আব্দুল্লাহ হেল বাকি। শনিবার (২৯ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এ তথ্য নিশ্চিত করেছে।

আব্দুল্লাহ হেল বাকি ছাড়াও বাংলাদেশ থেকে আর্চার রোমান সানা, সাতারু জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম এবং অ্যাথলেটিক্সে জহির রায়হান অলিম্পিকে খেলতে যাবেন। এদের মধ্যে আর্চার রোমান সানা নিজ যোগ্যতায় অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। বাকিরা সবাই ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে যাবেন।

শুটিংয়ে ওয়াইল্ড কার্ড পাওয়ার দৌড়ে ছিলেন শাকিল আহমেদ, রিসালাত এবং দিশা। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আব্দুল্লাহ হেল বাকিকে বেছে নিয়েছেন। কারণ তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সাফল্য রয়েছে।

২০১৬ রিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল বাছাই পর্বে ৬২১.২ স্কোর করে ২৫ তম হয়েছিলেন। রিও অলিম্পিকের পর টানা দ্বিতীয়বারের মত অলিম্পিক খেলতে টোকিও যাবেন বাকি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

আসক্তি কমাতে বন্ধ হচ্ছে পাবজি-ফ্রি ফায়ার

আসক্তি কমাতে বন্ধ হচ্ছে পাবজি-ফ্রি ফায়ার

টুইট করে স্পন্সর পাওয়া বার্ল এখন বিপদে

টুইট করে স্পন্সর পাওয়া বার্ল এখন বিপদে

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে অলিম্পিক

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে অলিম্পিক

অলিম্পিকে সুযোগ পাওয়া জহির রায়হানকে শেরপুরে সংবর্ধনা

অলিম্পিকে সুযোগ পাওয়া জহির রায়হানকে শেরপুরে সংবর্ধনা