নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে অলিম্পিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ২৯ মে ২০২১
নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে অলিম্পিক

করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত জাপান। এ অবস্থার মধ্যেই অলিম্পিক আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আয়োজক কমিটি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোনোভাবেই এবারের আসর বাতিল করা সম্ভব নয়। নির্ধারিত সময়ে যে করেই হোক অনুষ্ঠিত হবে অলিম্পিক।

টোকিও অলিম্পিকে যোগ দেওয়ার বিষয়ে যে কোনো ধরনের মানসিক ভ্রান্তি দূরে রাখতে বলেছেন আইওসি সভাপতি টমাস বাখ। তার মতে অলিম্পিক আয়োজনের জন্য সম্পূর্ণরুপে প্রস্তুত টোকিও। এ কারণে অ্যাথেলটদের কোনো ধরনের সমস্যা হবে না। কোনো ধরনের সমস্যা ছাড়াই অ্যাথলেটরা অলিম্পিকে অংশ নিতে পারবে বলে জানান তিনি।

অলিম্পিকের সময় বেশ কাছে ঘনিয়ে এসেছে। সাথে সাথে জাপানের করোনা পরিস্থিতিরও কিছুটা অবনতি ঘটছে। এ পরিস্থিতিতে টমাস বাখ বলেন,‘টোকিও সব রকম ভাবেই অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুত। অ্যাথলেট এবং কর্মকর্তাদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে নজর রাখবে আইওসি।’

জাপানের করোনা পরিস্থিতি দিনকে দিন বেশ খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় জাপানের সাধারণ মানুষ এবং চিকিৎসকরা অলিম্পিক আয়োজনের বিরোধিতা করছে। তবে অলিম্পিক কমিটি সাফ জানিয়ে দিয়েছে কোনো ভাবেই এবারের অলিম্পিক গেমস বাতিল করা সম্ভব না। যে করেই হোক, নির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজন করা হবে।

অলিম্পিক প্রধান টমাস বাখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,‘করোনার কারণে অ্যাথলেটদের অনেক বিধি নিষেধ মেনে চলতে হবে। তবে এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ ভাবে গেমস আয়োজন করা। অ্যাথলেটদের পাশাপাশি জাপানী নাগরিকদের যেন কোনো সমস্যা না হয় সে দিকেও নজর রাখছি আমরা। আমার মনে হয়, সব অ্যাথলেটরা আত্মবিশ্বাসের সাথে অলিম্পকে আসবে।’

অলিম্পিক চলাকালীন সময়ে কোনো অ্যাথলেটের যদি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রয়োজন হয়ে তাহলে তা অলিম্পিক কমিটি সরবরাহ করবে বলে জানান অলিম্পিক প্রধান। এর জন্য অবশ্যই অ্যাথলেটদের নিজেদের দেশ থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও জুভেন্টাসের দায়িত্বে ফিরলেন অ্যালেগ্রি

আবারও জুভেন্টাসের দায়িত্বে ফিরলেন অ্যালেগ্রি

ফ্রেন্স ওপেনে নিয়ম মানতে রাজী নন নাওমি ওসাকা

ফ্রেন্স ওপেনে নিয়ম মানতে রাজী নন নাওমি ওসাকা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

১৫-০-৪, বল-ব্যাটে হতাশার এক সাকিব

১৫-০-৪, বল-ব্যাটে হতাশার এক সাকিব