শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে বার বার খেলা বন্ধ করতে হয়েছিল। প্রথম দুইবার স্বল্প সময়ের জন্য হলেও লঙ্কারদের ব্যাটিংয়ে দীর্ঘ সময় বন্ধ ছিল খেলা। এবার সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচেও বৃষ্টির শঙ্কা রয়েছে।
জ্যৈষ্ঠর মাঝে মূলত সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে খারাপ ছিল ভারত-বাংলাদেশের আবহাওয়া। তবে ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। ধারই ধারাবাহিকতায় ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন > এক ‘ঢিলে’ দু’টি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব
বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে, শুক্রবার (২৮ মে) দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ঢাকাও রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এদিকে, ইতিমধ্যে শুক্রবার সকাল থেকে সকাল ১০টার মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। মিরপুরেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া আকাশ এখনো মেঘলা।
আরও পড়ুন> আইসিসি বোলার র্যাঙ্কিংয়ের দুইয়ে মিরাজ
প্রথম দুই ম্যাচে জয় তুলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে জয় পেলেই দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারবে তামিম-মুশফিকরা।
সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর ১টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]