বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড়, স্পিনার সোহরাওয়ার্দী শুভর বাবা সাংবাদিক রশীদ বাবু আর নেই। শনিবার (২২ মে) সকাল সোয়া পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাশিদ বাবু পেশাগত জীবনে ছিলেন একজন সাংবাদিক। রংপুর প্রেসক্লাবের সভাপতি পদে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। ৭০ দশক থেকেই সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন তিনি।
রশীদ বাবুর ছোট ছেলে শুভ ক্রিকেটার হলেও বড় ছেলে প্রিন্স জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায় সাংবাদিক রশীদ বাবু মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার (২২ মে) বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হবে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]