আর্চারি বিশ্বকাপে স্বর্ণ পদকের জন্য লড়বে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ এএম, ২২ মে ২০২১
আর্চারি বিশ্বকাপে স্বর্ণ পদকের জন্য লড়বে বাংলাদেশ

বিশ্বকাপ আর্চারির স্টেজ টুতে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হলেও দলগত ইভেন্টের ফাইনালে উঠে জানান দিলেন হারিয়ে যাননি,পদক জিততেই এসেছে বাংলাদেশ। দলগত ফাইনালে উঠার ফলে এবারের আসরে একটি পদক নিশ্চিত করেছে বাংলাদেশ আর্চারি দল। 

দলগত ইভেন্ট এবং ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থতার ছাপ রাখলেও মিশ্র দলগত ইভেন্টে সাফল্য নিয়ে এসেছেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকী জুটি। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এখন অপেক্ষা স্বর্ণ পদকের জয় করার।

বৃহস্পতিবার (২০ মে) সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ আর্চারি স্টেজ টুতে কানাডার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের সানা-দিয়া জুটি। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। রোববার (২৩ মে) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেমিফাইনালের আগে কোনো প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হয়নি বাংলাদেশের সানা-দিয়া জুটিকে। মিশ্র দলগত ইভেন্টে সাফল্য পেলেও ব্যক্তিগত ইভেন্টে বেশ বাজে একটি দিন কাটিয়েছিলেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকী।

রোমান সানা এবং দিয়া মির্জা দুইজনই নিজেদের ব্যক্তিগত ইভেন্ট শেষ করেছিলেন যথাক্রমে ৩১তম এবং ৪৭তম হয়ে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

ক্রিকেটকে বিদায় জানালেন অ্যাশেজ খেলা র‍্যাঙ্কিন

ক্রিকেটকে বিদায় জানালেন অ্যাশেজ খেলা র‍্যাঙ্কিন

কোপা আমেরিকার সহ আয়োজক হিসেবে থাকছে না কলম্বিয়া

কোপা আমেরিকার সহ আয়োজক হিসেবে থাকছে না কলম্বিয়া

দুই বছর পর পর বিশ্বকাপ চায় সৌদি আরব

দুই বছর পর পর বিশ্বকাপ চায় সৌদি আরব