রেস্টুরেন্ট ব্যবসা থেকে এবার শেয়ার বাজারে নাম লেখাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (১৯ মে) সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস শেয়ার বাজারে ব্যবসা করার জন্য অনুমোদন পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সকল নিয়মনীতি সঠিকভাবে মেনে চলার কারণে শেয়ারে বাজারে ব্যবসা করার অনুমতি পেয়েছি সাকিবের প্রতিষ্ঠান। এখন রেজিস্ট্রেশন ফি এবং জামানত জমা দিলেই ব্যবসা শুরু করতে পারবে মোনার্ক হোল্ডিংস।
মোনার্ক হোল্ডিংস প্রতিষ্ঠানটি ব্রোকারেজ হাউজ, আবাসন ব্যবসা,ব্যবসা সংক্রান্ত পরামর্শক, আমদানি-রপ্তানি প্রভৃতি বিষয়ক কাজ করে থাকে।
মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন কাজী সাদিয়া হাসান। তিনি স্টক এক্সচেঞ্জে কাজ শুরু করা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]