বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি যে একজন জনপ্রিয় ক্রিকেটার, অধিনায়ক তা বলার অপেক্ষা রাখেনা। অধিনায়ক হিসেবে মাশরাফির সফলতা প্রমাণ করে তার পরিসংখ্যানই। তবে এর পাশাপাশি নিজ জেলা নড়াইলের সংসদ সদস্যও তিনি।
ক্রিকেট মাঠে যেমন তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, রাজনীতির ময়দানেও ঠিক তেমনভাবেই এগিয়ে চলছেন জনপ্রিয় এই ক্রিকেটার। গতানুগাতিক সকল রাজনীতিবিদদের থেকে ব্যতিক্রম মাশরাফির কাছে নেই কোন বৈষম্য।
সম্প্রতি মাশরাফির নতুন এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় তিনি একজন আদর্শ নেতার মত নেতৃত্ব দিচ্ছেন। সকলকে বুঝিয়ে সকল ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে মাশরাফি তার সামনে থাকা জনতার উদ্দেশ্যে বলেন, 'আমি যে ৩ কিলোমিটার রাস্তা এলাম, দেখলাম ইটের দেওয়াল ভাঙা। বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সি, পায়ে ধরছেন। দেখলাম তাঁর ঘর ভেঙে গিয়েছে। কার ইন্ধনে করছেন এমন?'
মাশরাফি আরও যোগ করেন, 'তারা আপনাদের কী দেয়? খেতে দেয়? ধরে নিলাম আমার কথাতে করেছেন। আমি খেতে দিই? পরতে দিই? ছেলে মেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করে দিই? তা হলে আমি কীসের নেতা'
তিনি তার সেই বক্তব্যে আরও বলেন, 'আমার কথায় আপনি মারামারি করছেন। জেলে গেলে আপনার ছেলে মেয়ে দেউলিয়া হয়ে যাবে। পুলিশের কাজ পুলিশ করবে। আপনাকে ধরে নিয়ে যাবে। ঢাকা থেকে নেতা বলছে মেরে দিতে, আপনি মেরে দিলেন। আপনি জেলে যাবেন। সে এসে আপনার মামলা লড়বে? জেল তো আপনারাই খাটবেন।'
তিনি আরও বলেন, 'ওসি সাহেব এসে ধরে নিয়ে চলে যাবেন। মারামারি করবেন না। কথা বলে মিটিয়ে নিন। আপনারা কিন্তু কথা দিলেন আমাকে যে মারামারি করবেন না'
মাশরাফির এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। বাংলাদেশ থেকে কলকাতা, পুরো বাংলা ভাষাভাষী লোকেরা প্রশংসায় ভাসাচ্ছেন নেতা মাশরাফিকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন বাংলাদেশের মাশরাফি থেকে শিক্ষা নেয়া উচিত ওপার বাংলার অনেক নেতাদের। পরিস্থিতি অনূকুলে রেখে কিভাবে সামাল দিতে হয় তা ই যেন দেখালেন মাশরাফি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]