দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছেে দেশি মার্কেটিং এজেন্সি ব্যানটেক।আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী এই সময়ে দেশের মাটিতে হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলা তারা সম্প্রচারের দায়িত্ব পালন করবে।
সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য ১৯ মিলিয়ন ডলার ফ্লোর প্রাইস নির্ধারণ করেছিল বিসিবি। তবে দরপত্রে একমাত্র অংশ নেওয়া ব্যানটেক ১৯.০৭ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ১৬১ কোটি ৭৩ লাখ টাকা) দুই বছরের জন্য হোম সিরিজের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিডিংয়ে একমাত্র ব্যানটেকই অংশ নিয়েছে। আর কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা প্রস্তাব পাইনি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের ম্যাচ তারা (ব্যানটেক) সম্প্রচার করবে।’
২০২০ সালের এপ্রিলে জিটিভি’র সঙ্গে ৬ বছরের চুক্তি শেষ হলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ব্যানটেক সম্প্রচার স্বত্ব কিনেছিল। বিডিংয়ের মাধ্যমে ১৭ কোটি ৯৭ লাখ টাকায় কিনে পরে টি-স্পোর্টস ও নাগরিক টিভির কাছে বিক্রি করেছিল ব্যানটেক।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]