দর্শকদের পছন্দ মত ছবি নির্মাণ না হওয়ায় দেশের হলগুলো অস্তিত্ব সঙ্কটে ভুগছে এটা সবারই জানা। দেশের মানুষ আর আগের মত সিনেমা হলে গিয়ে ছবি দেখেন না। যাদি সম্প্রতি বেশ কিছু ভালো চলচ্চিত্র তৈরি হওয়ার নতুন করে আশা জেগেছে বাংলাদেশের সিনেমা দর্শকদের।
এদিকে রাজধানীর জোনাকি সিনেমা হল নতুন এক সিদ্ধান নিয়েছে। বলা হয়েছে, ছবি নয়, সিনেমা হলটি এবার ক্রিকেট খেলা দেখাবে। আর দেখাবেই না কেন? বাংলাদেশ যে আজে নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ খেলবে।
বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। আর ক্রিকেট খেলা রেখে সিনেমা দেখতে যাবে না এটা হল কর্তৃপক্ষ ভালোই বুঝতে পেরেছেন। তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার চলমান নিদাহাস ট্রফির ফাইনাল খেলা দেখাবে রাজধানীর পল্টনে অবস্থিত জোনাকি সিনামা হল। বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের খেলা দেখার জন্য অবশ্য টিকিট কিনতে হবে দর্শকদের।
ডিসি সিটে বসে খেলা দেখলে প্রতি দর্শককে গুণতে হবে ৭০ টাকা ও রিয়ার সিটে বসে খেলা দেখতে হলে টিকিট লাগবে ৬০ টাকা। ইতোমধ্যেই এ বিষয়ে হলের বাইরে পোস্টার সাটানো হয়েছে। আজ (রোববার) রাত সাড়ে ৭টার ম্যাচটি দেখানোর জন্য ৭টা দিকে খুলে দেয়া হবে হলের গেইট।