নাইজেরিয়া ছেড়ে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ফুটবলার এলিটা কিংসলির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় চুরি হয়েছে। স্ত্রীর স্বর্ণালংকারসহ প্রায় ১৫ হাজার ডলার খোয়া গেছে বলে জানানো হয়েছে। কিংসলি নিজেই সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার (৭ মে) রাত ৯টায় প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসে দলের সঙ্গে মাঠে ছিলেন কিংসলি। এছাড়া বাসায় তার স্ত্রী ও ছেলে-মেয়েরাও ছিলেন না। সেই সুযোগে বসুন্ধরা আবাসিক এলাকার কিংসলির বাসায় চুরির ঘটনা ঘটে।
চুরির বিষয়টি প্রথমে বুঝতে পারেন কিংসলির স্ত্রী লিজা। রাতে বোনের বাসা থেকে বাসায় ফিরে আলমারি খোলা দেখে কিংসলিকে ফোন করলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তবে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় কিভাবে এ ঘটনা ঘটলো তা বুঝতে পারছেন না তারা।
এ বিষয়ে কিংসলি বলেছেন, ওই দিন আমি স্টেডিয়ামে ছিলাম। দুষ্কৃতরা ফাঁকা বাসা পেয়ে ১৪ হাজার ৮০০ ডলারসহ আমার স্ত্রীর (লিজা) স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ বিষয়ে মঙ্গলবার (১১ মে) মামলা করা হবে বলে জানিয়েছেন লিজা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]