করোনায় বাবা হারালেন আইপিএলের বিস্ময় চেতন সাকারিয়া। সম্প্রতি তার বাবা কঞ্জিভাই সাকারিয়া করোনাভবাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত করোনার কাছে হার মানলেন তিনি। সম্প্রতি চেতনের বড় ভাইও অর্থের অভাবে আত্মহত্যার পথ বেছে নেন।
করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। করোনার কারণে অনেকেই হারাচ্ছেন নিজেদের প্রিয়জন। এবার এই তালিকায় নাম উঠলো রাজস্থানের পেসার চেতন সাকারিয়ার।
রাজস্থান রয়্যালসের এক কর্মকর্তা জানিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে সে তার বাবাকে হারিয়েছেন। আমরা তার পরিবারের জন্য প্রার্থনা করছি।
এদিকে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, কঞ্জিভাই সাকারিয়ার এ মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা চেতনের সাথে যোগযোগ রাখছি এবং তাকে ও তার পরিবারকে এ কঠিন সময়ে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করবো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]