এবার বাবাকে হারালেন চেতন সাকারিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ এএম, ১০ মে ২০২১
এবার বাবাকে হারালেন চেতন সাকারিয়া

করোনায় বাবা হারালেন আইপিএলের বিস্ময় চেতন সাকারিয়া। সম্প্রতি তার বাবা কঞ্জিভাই সাকারিয়া করোনাভবাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত করোনার কাছে হার মানলেন তিনি। সম্প্রতি চেতনের বড় ভাইও অর্থের অভাবে আত্মহত্যার পথ বেছে নেন।

করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। করোনার কারণে অনেকেই হারাচ্ছেন নিজেদের প্রিয়জন। এবার এই তালিকায় নাম উঠলো রাজস্থানের পেসার চেতন সাকারিয়ার। 

রাজস্থান রয়্যালসের এক কর্মকর্তা জানিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে সে তার বাবাকে হারিয়েছেন। আমরা তার পরিবারের জন্য প্রার্থনা করছি।

এদিকে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, কঞ্জিভাই সাকারিয়ার এ মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা চেতনের সাথে যোগযোগ রাখছি এবং তাকে ও তার পরিবারকে এ কঠিন সময়ে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করবো।



শেয়ার করুন :


আরও পড়ুন

লাল-হলুদ কার্ডে এগিয়ে দেশি ফুটবলাররা!

লাল-হলুদ কার্ডে এগিয়ে দেশি ফুটবলাররা!

বার্সার শিরোপা স্বপ্ন ভেঙে অ্যাথলেটিকোও শঙ্কায়

বার্সার শিরোপা স্বপ্ন ভেঙে অ্যাথলেটিকোও শঙ্কায়

অবসর ভেঙ্গে মাঠে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স

অবসর ভেঙ্গে মাঠে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স

বাবরের ব্যর্থতার জন্য দলের ওপেনাররাই দায়ী !

বাবরের ব্যর্থতার জন্য দলের ওপেনাররাই দায়ী !