দেশব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস আইপিএলেও দেখা দেওয়ায় জনপ্রিয় টুর্নামেন্টটি স্থগিত হয়ে গেছে। তবে করোনার কারণে আইপিএল বন্ধ হলেও বসে নেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী আনুষ্কা শর্মাকে সাথে নিয়ে নেমে পড়েছেন করোনার বিরুদ্ধে লড়াই করতে।
বিরাট কোহলি ও স্ত্রী আনুষ্কা শর্মা ভারতে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও আক্রান্তদের সাহায্যে গঠিত একটি তহবিলে অর্থ সাহায্য দিয়েছেন। দু'জনের মিলে তহবিলটিতে ২ কোটি রুপি অনুদান দিয়েছেন। শুক্রবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত ত্রাণের জন্য ৭ কোটি রুপি জোগাড় করার লক্ষ্যে রয়েছে। যেখানে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড সুপারস্টার আনুষ্কা শর্মা ২ কোটি রুপি দিয়েছেন।
Anushka and I have started a campaign on @ketto, to raise funds for Covid-19 relief, and we would be grateful for your support.
— Virat Kohli (@imVkohli) May 7, 2021
Let’s all come together and help those around us in need of our support.
I urge you all to join our movement.
Link in Bio! #InThisTogether pic.twitter.com/RjpbOP2i4G
ক্যাম্পেইনটি সাতদিন চলবে। সংগ্রহিত অর্থ অক্সিজেন, মেডিকেল জনশক্তি, টিকাদান সচেতনতা এবং টেলি-ওষুধ সুবিধা সরবরাহের কাজ ব্যবহার করা হবে।
ক্যাম্পেইন সম্পর্কে কোহলি বলেন, "আমরা দেশের ইতিহাসে এক অভূতপূর্ব সময় পার করছি। আমাদের জাতির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং যতটা সম্ভব লোকদের বাঁচানোর দরকার। গত বছর থেকেই আনুষ্কা এবং আমি মানবিক দুর্ভোগ দেখে হতবাক হয়েছি।"
আনুশকা বলেছেন, "লোকেরা যে অমার্জনীয় দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, তা প্রচন্ড দুঃখদায়ক। আমরা আশা করি যে, সবাই এ তহবিল ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সহায়তা করবে।"
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]