গত দুই বছর ধরেই পাকস্থলির ক্যান্সারে ভুগছিলেন বিবেক যাদব। ক্যান্সারের সাথে লড়াই করে থাকতে পারলেও করোনাভাইরাসের সাথে লড়াই করে বাঁচতে পারলেন না আইপিএল খেলা সাবেক ক্রিকেটার বিবেক যাদব। বুধবার (৫মে) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যাদবকে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু পূর্ব থেকেই ক্যান্সারে ভুগা যাদবকে বাঁচাতে পারেনি চিকিৎসকরা। এক মেয়ে ও এক স্ত্রীকে রেখে পরলোকগমণ করেন তিনি।
যাদবের বন্ধু ও সাবেক রাজস্থান ক্রিকেটার রোহিত ঝালানি বলেন, `দুই বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত যাদব। নিয়মিত কেমোথেরাপি দিতে হতো। কেমোথেরাপি দিতে গেলে করোনা টেস্ট করালে সেখানেই তার করোনা ধরা পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা খারাপ ই হচ্ছিল তাঁর।`
উল্লেখ্য যে, ২০১২ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলে সুযোগ পেয়েছিলেন তিনি, যদিও ম্যাচ খেলার সুযোগ মিলেনি যাদবের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]