বাবাকে পেতে ওয়ার্নার কন্যার আবেগঘন বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৬ মে ২০২১
বাবাকে পেতে ওয়ার্নার কন্যার আবেগঘন বার্তা

করোনার কারণে মাঝপথে স্থগিত হয়েছে আইপিএলের ১৪তম আসর। আইপিএল স্থগিত হওয়ায় ইতিমধ্যেই দেশে ফেরার জন্য বেশ তোড়জোড় করছেন বিদেশি ক্রিকেটাররা। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সহজেই ফেরা হচ্ছে না দেশে।

দেশব্যাপী ছড়িয়ে পড়া ভারত থেকে কাউকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দিচ্ছে না সরকার। ফলে আইপিএল খেলতে আসা ডেভিড ওয়ার্নারাও সহসায় ফিরতে পারছেন না পরিবারের কাছে। এর মাঝে বাবাকে কাছে পেতে ইন্সটাগ্রামে মেয়ের লেখা একটি আবেগীয় চিঠি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

ইনস্টাগ্রামে ওয়ার্নারের প্রকাশিত ছবিতে পুরো পরিবারের চিত্র তুলে ধরেছে ওয়ার্নার কন্যা। ওয়ার্নার এবং তার স্ত্রীর পাশাপাশি তিন সন্তানের চিত্র অঙ্কন করা হয়েছে। ছবির নিচে বড় মেয়ে আইভির লেখা বার্তা, ‌‘বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমরা তোমাকে অনেক মিস করছি। আমরা তোমাকে খুব ভালোবাসি।’

ওয়ার্নারের পোস্ট করা ছবি দেখে অনেকেই সমবেদনা প্রকাশ করেছেন। এ মুহূর্তে ভারতে রয়েছেন প্রায় ৪০ জন অস্ট্রেলীয় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ। আপাতত তারা কেউ দেশে ফিরতে পারছেন না।

ঋদ্ধিমান সাহার করোনা ধরা পড়ায় আপাতত পুরো সানরাইজার্স হায়দরাবাদ দল আইসোলেশনে রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ক্রিকেটারদের ফেরানোর ব্যাপারে তারা সরকারের থেকে কোনো রকম ছাড় চাইবে না। তবে কিভাবে অন্য উপায়ে ফেরানো যায় তা নিয়ে বিসিসিআই-এর সঙ্গে আলোচনা চলছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল স্থগিত, বড় অংকের ক্ষতির মুখে বিসিসিআই

আইপিএল স্থগিত, বড় অংকের ক্ষতির মুখে বিসিসিআই

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

সিটির বাধায় শেষ পিএসজির স্বপ্ন

সিটির বাধায় শেষ পিএসজির স্বপ্ন