পবিত্র মাহে রমজানে রোজা রেখে পুরো ৯০ মিনিট ফুটবল খেলা চাট্টিখানি কথা নয়। আর এই কঠিন কাজটিই করে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় পল পগবা। সর্বশেষ রোমার বিপক্ষেও রোজা রেখে মাঠে নেমেছিলেন এবং মাঠেই ইফতারি করেন। পগবা মনে করেন, ইসলাম ধর্মেই রয়েছে শান্তি।
রোমার বিপক্ষে ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে পগবা জানান, রোজা রেখে খেলতে তার কোন সমস্যা হয়নি। পগবা বলেন, `বছরের পর বছর ধরেই আমি রোজা রেখে আসছি। আমার একজন পুষ্টিবিদ রয়েছেন, যিনি আমাকে সাহায্য করছেন এ ব্যাপারে।`
পগবা আরও বলেন যে, তাপমাত্রা যদি আরও বেশিও হতো তাহলেও তিনি রোজা রাখতেন, কারণ এর বিকল্প নেই। তিনি বলেন, `ভাগ্য ভালো যে এখানে তেমন গরম নেই। তবে তাপমাত্রা বেশি হলেও আমাকে রোজা রাখতে হতো। এটি কঠিন কোন কাজ নয়।`
ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করে পগবা বলেন ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইসলাম সর্বদাই শান্তির পক্ষে। ফরাসি এই প্লে মেকার বলেন, `ইসলাম ই সবকিছু। ইসলাম ধর্মের কাছে আমি কৃতজ্ঞ। এটি আমার জীবন বদলে দিয়েছে। মুসলিম হওয়ার ফলে আমার মনে হয় আমার মাঝে আরও শান্তভাব এসেছে।`
যদিও পগবা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেননি , তবে তিনি জানান সবসময়ই সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ছিল তার। পগবা বলেন, `আমার মা মুসলিম ছিল, তবে আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেনি। আমি মনে করি ইসলাম হচ্ছে সুন্দর কিছু, যেটা আপনাকে জানতে হবে।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]