প্রাণঘাতি করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা পুরো ভারত। এর মাঝে কঠিন বায়ো-সুরক্ষা পরিবেশে চলছে আইপিএলের ১৪তম আসর। দেশটিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে টিকা নেওয়ার বয়সসীমা কমানোয় আইপিএল খেলোয়াড়দের সামনে সুযোগ তৈরি হয়েছে। তবে খেলা চলাকালে ক্রিকেটাররা টিকা গ্রহণ করবেন কি-না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন সংশ্লিষ্টরা।
বয়স বিচেবনায় বিরাট কোহলি-রোহিত শর্মারা করোনার প্রতিরোধী টিকা নিতে পারেননি। এখন ভারত সরকারের নতুন নির্দেশনা অনুসারে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই শনিবার থেকে টিকা নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে কোহলি-রোহিতরা টিকা নেবেন কি-না, সেই সিদ্ধান্ত তাদের ওপর ছেড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।
বোর্ডের এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যমে বলেছেন, ‘আইপিএলে খেলতে থাকা ক্রিকেটাররাও শনিবার থেকে টিকা নিতে পারবেন। তবে তারা নেবেন কি-না, সেই সিদ্ধান্ত একেবারেই তাদের ব্যক্তিগত। বোর্ড এ বিষয়ে কাউকে জোর করবে না।’
এদিকে, টিকা নিলে অনেকক্ষেত্রেই শরীরে প্রাথমিক কিছু প্রতিক্রিয়া দেখা যায়। অনেক সময় জ্বর বা শরীরে দুর্বলতা দেখা দেয়।আইপিএলের ঠাসা সূচির টিকা নেওয়ার পর যদি কারো এসব প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দলের ক্ষতি হতে পারে। মূলত সেই কথা মাথায় রেখেই ক্রিকেটারদের ওপর কোনো চাপ দিচ্ছে না বোর্ড।
তবে এ টিকাকরণ শুধুই ভারতীয় ক্রিকেটারদের জন্য। আইপিএলে কেলতে থাকা বিদেশি ক্রিকেটাররা এ সুযোগ পাবেন না বলেও নিশ্চিত করে দিয়েছে বিসিসিআই।
ভারতে এখন পর্যন্ত (২৫ এপ্রিল) ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জন মারা গেছেন। এছাড়া বর্তমানে প্রতিদিন প্রায় কয়েক লাখ মানুষ নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]