দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ক্রিকেটার বিয়র্ন ফরটুইন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রমজান মাসে নিজের ইচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ায় ফরটুইনের নতুন নাম রাখা হয়েছে ‘ইমাদ’। এছাড়া তার স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইমাদের স্ত্রী অ্যাকাউন্টে দুজনের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফরটুইনের নতুন নাম ‘ইমাদ’-এর ইসলামিক অর্থ হলো- স্তম্ভ বা খুঁটি।
ইনস্টাগ্রামে বিয়র্ন ফরটুইনের স্ত্রী লিখেন, ‘গত রাতে সে (বিয়র্ন ফরটুইন) ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এ রমজান মাসে। তার নাম রেখেছে ইমাদ। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।’
২৬ বছর বয়সী তরুণ এ প্রোটিয়া ক্রিকেটার দেশের হয়ে এথন পর্যন্ত ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন বাঁহাতি এ স্পিনার। এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টি এবং ২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে তার।
দেশের হয়ে একমাত্র ওয়ানডে ম্যাচে কোন রান বা উইকেট না থাকলেও ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৬টি উইকেট ও ৩৫ রান রয়েছে তার নামের পাশে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]