দুইজন দুই প্রান্তের মানুষ, একজন ব্যস্ত থাকেন ক্রিকেট খেলা নিয়ে, আরেকজন ব্যস্ত থাকেন ফুটবলে কোচ হিসেবে। সেই দুই জনপ্রিয় ব্যক্তি হলেন ক্রিকেটার বিরাট কোহলি ও আরেকজন ম্যানসিটি বস পেপ গার্দিওলা। দুইজনকে একই ছায়াতলে নিয়ে এসেছে `পুমা ব্র্যান্ড`।
ক্রিকেটে ভিরাট কোহলির স্পন্সর পুমা ব্র্যান্ড আর অন্যদিকে ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিরও কিট স্পন্সর পুমা। বিরাট কোহলির পুমার সেই জার্সি উপহার হিসেবে পাঠানো হয় পেপ গার্দিওলার কাছে। ক্রিকেটের জার্সি পেয়ে বেজায় খুশি গার্দিওলাও। ক্রিকেট বা ক্রিকেটারদের সাথে তেমন পরিচয় না থাকলেও আগে থেকেই কোহলির সাথে তাঁর ছিল ভালো সম্পর্ক।
কোহলির পাঠানো উপহার পেয়ে উচ্ছ্বসিত গার্দিওলা সোশ্যাল মিডিয়ায় লিখেন `এবার মনে হচ্ছে ক্রিকেটের নিয়ম কানুনও শিখতে হবে। এই জার্সিটির জন্য বন্ধু কোহলিকে ধন্যবাদ জানায়। এবার তোমার পালা ম্যানচেস্টার সিটির জার্সি ব্যবহারের ।`
ম্যানেজার হিসেবে এই মৌসুমে দারুণ সময় কাটছে গার্দিওলার। ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তাঁর ক্লাব।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]