আইপিএলের চলমান ১৪তম আসরে এখন পর্যন্ত নিজেদের নামের সুবিচার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। নিজেদের চার ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পরে রয়েছে তারা। তার মধ্যে সর্বশেষ তিন ম্যাচেই নিতে হয়েছে হারের তিক্ত স্বাদ। দলের এমন বাজে সময়েও সামাজিক কাজে বসে নেই কলকাতা। ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত সুন্দরবনে গাছ লাগাচ্ছে তারা।
২০২০ সালে মে মাসে বঙ্গোপসাগরের পূর্বদিকে সুন্দরবন ঘেঁষে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। আমফানের আঘাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভ বন। সে সময় বাংলাদেশের উপকূলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রাস্ত সেই ম্যানগ্রোভকে আগের জায়গায় ফিরিয়ে নিতে ৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
কয়েক বছর আগে থেকেই তারা ‘প্লান্ট আ সিক্স’ প্রকল্প চালু করেছে। কেকেআর-এর প্রত্যেক ক্রিকেটারের হাঁকানো ছক্কায় একটি করে চারাগাছ লাগানো হয়েছিল। এবার আবারও গাছ লাগাতে এগিয়ে এলো সাকিব আল হাসানের দল কলকাতা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]