মুরালিধরনের হৃদয়ে বসলো ‘রিং’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ এএম, ২০ এপ্রিল ২০২১
মুরালিধরনের হৃদয়ে বসলো ‘রিং’

ফাইল ফটো

হৃদযন্ত্রে সমস্যা নিয়েই চলমান আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব পালন করতে ভারতে আসেন দেশটির স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তবে রোববার অস্বস্তি অনুভব করায় চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই মুরালিধরনের হৃদযন্ত্রে ‘রিং’ বসানো হয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ থেকে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় মুরালির করোনারি ধমনিতে ব্লক ধরা পড়ে। ফলে চিকিৎসকরা দ্রুত অ্যানজিওপ্লাস্ট করার পরামর্শ দেন। ধমনিতে ব্লক সড়ানোর জন্য মুরালিধরনের হৃদযন্ত্রে ‘রিং’ বসানো হয়েছে। ‘রিং’ বসানোর পর মুরালির অবস্থা স্থিতিশীল আছে।

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান বলেছেন, ‘হৃদযন্ত্রের সমস্যা নিয়ে শ্রীলঙ্কার চিকিৎসকদের সাথে পরামর্শ করে ভারতে আসেন মুরালিধরন। লঙ্কান চিকিৎসকরা বলেছিল, হৃদযন্ত্রে কোনো ‘রিং’ বসানোর দরকার নেই। তবে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা যত দ্রুত সম্ভব অ্যানজিওপ্লাস্ট করার পরামর্শ দেন। ‘রিং’ বসানোর পর সুস্থ আছেন মুরালি। আশা করছি, কিছুদিনের মধ্যেই তাকে আবার মাঠে দেখা যাবে।’

খেলোয়াড়ি জীবনে শ্রীলঙ্কার হয়ে ১৩৩টি টেস্ট ম্যাচে ৮০০ উইকেট নেন মুরালিধরন। ৩৫০ ওয়ানডেতে ৫৩৪ উইকেট রয়েছে তার। দুই ফরম্যাটের ক্রিকেটে এখনো সর্বোচ্চ উইকেট শিকারী ৪৯ বছর বয়সী মুরালি।

গত বছরের অক্টোবরে ‘রিং’ বসানো হয় ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। এরপর জানুয়ারি মাসে হৃদযন্ত্রে রিং বসে ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

এছাড়া গত বছর আইপিএলের ১৩তম আসর চলাকালে জনপ্রিয় ধারাভাষ্যকার ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স ভারতে মারা যান। ২৪ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) মুম্বাইয়ে একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মা’কে নিয়ে রশিদ খানের আবেগঘন টুইট

মা’কে নিয়ে রশিদ খানের আবেগঘন টুইট

শ্রীলঙ্কার লকুহেতিগে ৮ বছর নিষিদ্ধ

শ্রীলঙ্কার লকুহেতিগে ৮ বছর নিষিদ্ধ

মরিনহোকে বরখাস্ত করেছে টটেনহ্যাম

মরিনহোকে বরখাস্ত করেছে টটেনহ্যাম

ইউরোপিয়ান সুপার লিগের ব্যাপারে কঠোর অবস্থানে ফিফা

ইউরোপিয়ান সুপার লিগের ব্যাপারে কঠোর অবস্থানে ফিফা