আট মাসের গর্ভবতী হয়েও স্বর্ণ জয়!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১৩ এপ্রিল ২০২১
আট মাসের গর্ভবতী হয়েও স্বর্ণ জয়!

ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভালে এক নারী অ্যাথলিট এমন এক কান্ড করে বসলেন যা অনেকের পক্ষে ভাবাও মুশকিল। নাইজেরিয়াতে চলমান এই টুর্নামেন্ট এ তায়কোয়ান্দো প্রতিযোগিতায় গর্ভবতী এক নারী শুধু অংশই নেননি, জিতেছেন স্বর্ণও। 

আমিনাত ইদ্রিস নামের ২৬ বছর বয়সী এই অ্যাথলিট অন্য সবার মতো অংশ নিলেও ছিলেন না  অন্য সবার  মতো, কারণ তিনি ছিলেন ৮ মাসের গর্ভবতী । কিন্তু তারপরও মনের তীব্র ইচ্ছা ও সাহসের সাথে অংশ গ্রহণ করে তায়কোয়ান্দো। আর তাতেই বাজিমাত, গর্ভবতী হয়েও তিনিই জিতে ফেললেন গোল্ড মেডেল। 

আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অর্জন সম্পর্কে আমিনাত বলেন `এটা আমার জন্য দারুণ এক অর্জন। কয়েকদিন অনুশীলন করার পরই আমি মনস্থির করে ফেলি যে, আমি পারব এবং এতে অংশ নিব। গোল্ড মেডেল জিতে আমার খুবই ভাল লাগছে।` 

মানুষের মনের ইচ্ছা শক্তিই যে সবচেয়ে বড় শক্তি, সেটিই যেন আবার প্রমাণ করে দেখিয়ে দিলেন তিনি। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতা-হায়দরাবাদ ম্যাচে যত রেকর্ড 

কলকাতা-হায়দরাবাদ ম্যাচে যত রেকর্ড 

বিজ্ঞাপন নয়, সত্যিই ধোনির উপর  ক্ষেপেছিলেন দ্রাবিড়

বিজ্ঞাপন নয়, সত্যিই ধোনির উপর ক্ষেপেছিলেন দ্রাবিড়

শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

দক্ষিণ আফ্রিকার চাই সিরিজ রক্ষা, পাকিস্তানের জয়

দক্ষিণ আফ্রিকার চাই সিরিজ রক্ষা, পাকিস্তানের জয়