আন্তর্জাতিক ইমাম রেজা কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুক্রবার (৯ এপ্রিল) সকালে কাতার এয়ারওয়েজের যোগে ৩ জন অ্যাথলেট ইরানের ( মাসাজ) উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে করোনার পজিটিভ হওয়ার পর নেগেটিভ হলেও তাদের সাথে খেলতে যেতে পারেননি জহির রায়হান।
অ্যাথলেটিক্স ফেডারেশন ২০০ মিটারে অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে চারজন অ্যাথলেটের যাওয়ার অনুমতি ছিল। তবে করোনা পজিটিভ হয়ে নেগেটিভ হলেও জহির আটকে গেছেন। অধিক সতর্কতার জন্যই তার যাওয়া হলো না।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে যে তিনজন গেলেন তারা হলেন- স্প্রিন্টার ইসমাইল, হাই জাম্পার মাহফুজ ও লং জাম্পার আল আমিন। তারা তিনজনই নৌবাহিনীর সদস্য। অফিসিয়ালভাবে তাদের সাথে থাকবেন লেফটেন্যান্ট কমান্ডার এম হাসান মাহমুদ। সেখানে তারা ১১ ও ১২ এপ্রিল প্রতিযোগিতায় অংশ নিবেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু সাংবাদিকদের বলেন, অনেক দিন পর আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে তারা দেশের বাহিরে যাচ্ছে। তবে করোনা পজিটিভ হয়ে নেগেটিভ হলেও প্রতিযোগিতা যেতে পারছেন না জহির।
২০০ মিটারে কেনিয়ায় অনুষ্ঠিত বিশ্ব যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে খেলেছিলেন বাংলাদেশের জহির রায়হান।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]