ক্রীড়া প্রতিমন্ত্রীকে বিসিবির অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৯ এপ্রিল ২০২১
ক্রীড়া প্রতিমন্ত্রীকে বিসিবির অভিনন্দন

ডি-৮ যুব ফোরামের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বুধবার (৭ এপ্রিল) ডি-৮ যুব ফোরামের নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে সোমবার (৫ এপ্রিল) ডি-৮ সম্মেলনের ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো ডি-৮ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিসিবি আশা প্রকাশ করে যে, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সক্ষম নেতৃত্বে ফোরামটি নতুন উচ্চতায় পৌঁছে যাবে এবং ডি-৮ দেশের যুবকদের ইতিবাচক বিকাশে অবদান রাখবে।

ডি-৮ হলো বাংলাদেশসহ মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান এবং তুরস্ক -এই আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতার একটি সংস্থা। ‘টেকসই রূপান্তরকরণের জন্য উদ্যোক্তা’ -প্রতিপাদ্যে এবারের শীর্ষ সম্মেলনে ডি-৮ সদস্য রাষ্ট্রের যুব মন্ত্রীসহ ১৭১ জন যুব অংশগ্রহণকারী যোগদান করেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডি-৮ যুব ফোরামে চেয়ারম্যান হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ

ডি-৮ যুব ফোরামে চেয়ারম্যান হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ

শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্টেডিয়াম হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্টেডিয়াম হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আধুনিক ক্রীড়াঙ্গনের হাব হবে সিলেট

আধুনিক ক্রীড়াঙ্গনের হাব হবে সিলেট

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি