নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মাবিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৮ এপ্রিল ২০২১
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মাবিয়া

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তলনে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মাবিয়া আক্তার। স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্কে মোট ওজন ১৮১ কেজি তুলে নতুন এ রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন তিনি। যার মধ্যে স্ল্যাচ ৮০ কেজি এবং ক্লিন এন্ড জার্ক ১০১ কেজি ওজন ছিল।

বুধবার ( ৭ এপ্রিল) সকালে ময়মসিংহের জেলা জিমন্যাশিয়ামে নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে রেকর্ড গড়েন মাবিয়া।

এর আগেও ২০১৮ সালে আন্তঃসার্ভিস ভারোত্তলনে ১৭৯ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন মাবিয়া। তবে এবার তার চেয়ে আরো দুই কেজি বেশি তোলে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। তবে নিজের রেকর্ড ভাঙতে ক্লিক এন্ড জার্কে শেষ লিফটে বাঁ হাতে আঘাত পেয়েছেন মাবিয়া।

উচ্ছ্বাসিত মারিয়া সাংবাদিকদের বলেন, আমি রেকর্ড বাড়াতে বেশি উত্তোলনের সময় বাঁ হাতে আঘাত পেয়েছি। মনেহচ্ছে চিড় ধরে গেছে। তবুও আমি সবকিছু মিলিয়ে খুশি। কারণ আমার রেকর্ড আমিই ভাঙতে পেরেছি।

অন্যদিকে একই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মিলা আক্তার মোট ১৩২ কেজি তুলে রৌপ্য জিতেছেন। লাবনী আক্তার সিপাহীবাগ যুব সংঘের হয়ে ব্রোঞ্জ জিতেছেন মোট ১১৬ কেজি উত্তোলন করে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তায়কোয়ানডোতে প্রথম স্বর্ণ রুমার

তায়কোয়ানডোতে প্রথম স্বর্ণ রুমার

বান্দরবানে ৩ দিনব্যাপী কারাতে প্রতিযোগিতা শুরু

বান্দরবানে ৩ দিনব্যাপী কারাতে প্রতিযোগিতা শুরু

শ্যুটিংয়ে স্বর্ণ জিতলেন তুরিং

শ্যুটিংয়ে স্বর্ণ জিতলেন তুরিং

ট্র্যাকেই লুটিয়ে পড়লেন সুমিতা রানী

ট্র্যাকেই লুটিয়ে পড়লেন সুমিতা রানী