মহামারী করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ আবারও প্রভাব ফেলছে ক্রীড়াঙ্গনে। স্থগিত হচ্ছে বিভিন্ন দেশের আয়োজিত টুর্নামেন্ট। বিভিন্ন টুর্নামেন্ট থেকে সরিয়ে দাঁড়াচ্ছে সংশ্লিষ্ট দেশ। তেমনি এবার টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালো উত্তর কোরিয়া।
করোনার কারণে চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টোকিও অলিম্পিক গেমসের আসর থেকে সরে দাঁড়ালো উত্তর কোরিয়া। ১৯৮৮ সালের পর এই প্রথম সরে দাঁড়ালো দেশটি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে করোনার কারণে সকল খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের অলিম্পিক কমিটি এবারের টোকিও অলিম্পিক থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
টোকিও অলিম্পিক গত বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার থাকলেও করোনার কারণে এক বছর পিছিয়ে চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]