গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ পিএম, ১৪ মার্চ ২০১৮
গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগীয় ক্রিকেট, হ্যান্ডবল, বাস্কেটবল ও ভলিবল প্রতিযোগিতা । বুধবার (১৪ জানুয়ারি) সকালে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. লায়লা পারভীন বানু (ভারপ্রাপ্ত) আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্ত্তজা আলী বাবুসহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

১৪ দিনব্যাপী আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় এবারে মোট ১৭টি বিভাগ অংশগ্রহণ করছে । ছেলেদের ক্রিকেট ও ভলিবল খেলায় ১৭ টি, বাস্কেটবল খেলায় ১৪টি এবং মেয়েদের হ্যান্ডবল ও বাস্কেটবলে ১৪টি করে দল রয়েছে।

খেলোয়াড়সহ সকলের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে। এবারই প্রথমবারের মত বাস্কেটবল খেলছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধনী বাস্কেটবল ম্যাচে ইংরেজী বিভাগের মেয়েরা মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেয়েদের ৪০-০ স্কোরে হারিয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানকে ২৫ গোলে হারিয়েছে লাল-সবুজের দল

আফগানিস্তানকে ২৫ গোলে হারিয়েছে লাল-সবুজের দল

২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির

২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির

দ্বিতীয় দিন শেষে অ্যাথলেটিকসে শীর্ষে ঢাকা

দ্বিতীয় দিন শেষে অ্যাথলেটিকসে শীর্ষে ঢাকা

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়

যুব গেমসে শেরপুরের জহির রায়হানের স্বর্ণ জয়