বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল নারী জুনিয়র ইভেন্টে নেভি শ্যুটিং ক্লাবের হয়ে ৫৪৮ স্কোর করে শ্যুটিংয়ে স্বর্ণ জিতেছেন তুরিং। একই ক্লাবের আশিফা খাতুন ৫৪০ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছেন।
বোরবার ( ৪ এপ্রিল) বিকেএসপিতে এ খেলা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ৫৪১ স্কোর গড়ে নারায়াণগঞ্জ রাইফেল ক্লাবের মেহজাবীন রৌপ্য জিতেছেন।
১০ মিটার এয়ার পিস্তল নারী সিনিয়র বিভাগে ৫৬৯ স্কোর করে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের আনজিলা আমজাদ স্বর্ণ জিতেছেন। অন্যদিকে ৫৬৩ স্কোর নিয়ে নেভি শ্যুটিং ক্লাবের আরমিন রৌপ্য জিতেছেন। সেই সাথে কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিনা আখি ৫৬২ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।
এছাড়া স্কিট ইভেন্টে চট্টগ্রাম রাইফেল ক্লাবের হয়ে ১০০ স্কোর করে স্বর্ণ জিতেছেন নুরউদ্দিন সেলিম। আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের সাব্বির আহমেদ ৮৪ স্কোর করে রৌপ্য ও ৭৪ স্কোর নিয়ে দিনাজপুর রাইফেল ক্লাবের শিবলি সাদিক ব্রোঞ্জ জিতেছেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]