বডি বিল্ডিংয়ে দ্বিতীয় দিনে সেরা আনসার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ এএম, ০৫ এপ্রিল ২০২১
বডি বিল্ডিংয়ে দ্বিতীয় দিনে সেরা আনসার

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের দ্বিতীয় দিনে (৩ এপ্রিল, শনিবার) পাঁচটি ক্যাটাগরিতে ১৫টি পদকের নিষ্পত্তি হয়েছে। পাঁচটি স্বর্ণ পদকের মধ্যে বাংলাদেশ আনসারের বডি বিল্ডাররা সর্বোচ্চ চারটি স্বর্ণ জিতে নিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে মেনস ফিজিক ১৭৩+ সে. মি. দৈহিক উচ্চতা শ্রেণি দিয়ে শুরু হয় বডিবিল্ডিং ইভেন্টে দ্বিতীয় দিনের পদক লড়াই।

এক. মেন’স ফিজিক ১৭৩+ দৈহিক উচ্চতা শ্রেণিতে স্বর্ণ জিতে নেন রাজশাহী গোল্ডেন জিমের মো. রফিকুল ইসলাম।
রৌপ্য পেয়েছেন বাংলাদেশ আনসারের মাহাদী চৌধুরী। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মুন্না নাইট্রিক জিমের তারেক মহিউদ্দিন।

দুই. মেন’স সিনিয়র বডি বিল্ডিং ৫৫ কেজি দৈহিক ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন বাংলাদেশ আনসারের মো. মুন্না। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এস কে পান্না। ব্রোঞ্জ জিতেছেন ঢাকা জিমের সজীব আহমেদ সামীর।

তিন. মেন’স সিনিয়র ৬০ কেজি দৈহিক ওজন শ্রেণিতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের কবিরাজ মো. নাজিম খান। রৌপ্য জেতেন ঢাকা গ্যালাক্সি জিমের মো. সোহান হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন ১০০ শতাংশ মাসল জিমের গোলাম মোস্তফা রাব্বি।

চার. মেন’স সিনিয়র বডি বিল্ডিং ৬৫ কেজি দৈহিক ওজন শ্রেণিতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের মো. রিমন হোসেন। রৌপ্য পেয়েছেন সিলেট আয়রন ওয়ারিয়র্সের মো. সাকিব আলী জিম এবং ব্রোঞ্জ পেয়েছেন শাহ্ মাসল চার্জার্সের মো. ইসমাইল জাহিদ।

পাঁচ. মেন’স সিনিয়র বডিবিল্ডিং ৭০ কেজি দৈহিক ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের রনজিত চন্দ্র সরকার। রৌপ্য পেয়েছেন সুপার ফিট জিমের মো. এবাদত হোসেন। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সুমন দাস।

এ নিয়ে দুইদিনে বডিবিল্ডিং ইভেন্টে দশটি ক্যাটাগরিতে ৩০টি পদকের নিষ্পত্তি হয়েছে। এর আগে শুক্রবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে বডি বিল্ডিং ইভেন্টের উদ্বোধন করা হয়।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বাস্কেটবলে চট্টগ্রামের স্বর্ণজয়

নারী বাস্কেটবলে চট্টগ্রামের স্বর্ণজয়

সাঁতারে প্রথম দিনেই ৩ রেকর্ড

সাঁতারে প্রথম দিনেই ৩ রেকর্ড

বাংলাদেশ গেমসেও ইসমাইল-শিরিন দ্রুততম মানব-মানবী

বাংলাদেশ গেমসেও ইসমাইল-শিরিন দ্রুততম মানব-মানবী

ট্র্যাকেই লুটিয়ে পড়লেন সুমিতা রানী

ট্র্যাকেই লুটিয়ে পড়লেন সুমিতা রানী