বাংলাদেশ গেমসেও ইসমাইল-শিরিন দ্রুততম মানব-মানবী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৪ এপ্রিল ২০২১
বাংলাদেশ গেমসেও ইসমাইল-শিরিন দ্রুততম মানব-মানবী

ফাইল ফটো

দেশের দ্রুততম মানব-মানবীর সম্মান ধরে রাখলেন মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিকসের পর বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেও ১০০ মিটার স্প্রিন্টে তারা দু’জনই সেরা।

শনিবার (৩ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে পুরুষ বিভাগে ১০০ মিটারে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর ইসমাইল। নৌবাহিনীর আব্দুল রউফ ১০ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে রুপা ও বিমানবাহিনীর নাইম ইসলাম ১০ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

গত বছর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকসে ইসমাইল ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। তবে সেই টাইমিং এবার ছাড়িয়ে যেতে পারেননি। সেটির কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন ইসমাইল।

পদক জয়ের পর তিনি বলেন, বাংলাদেশ গেমসে এটাই আমার প্রথম স্বর্ণপদক। করোনার কারণে নিয়মিত অনুশীলন করতে পারি না। মাঝে মাঝে মাঠে আসতে পারি, মাঝে মাঝে পারি না। রুটিন কাজ থাকে। এখন স্বর্ণপদক পেয়েছি, এটাই শুকরিয়া।

তবে টোকিও অলিম্পিকের আগে ভালো করতে চাইছেন ইসমাইল।, বলেন, ভালো করার জন্য লং টার্ম ট্রেনিং দরকার। আমাকে যদি আপনি এখন অলিম্পিকে নামিয়ে দেন, আমি তো সেভাবে কিছু করতে পারবো না। অলিম্পিকে যাওয়ার আগে ট্রেনিংয়ের সুবিধা দেওয়া উচিত। অলিম্পিকের মাত্র ছয় মাস আছে, ছয় মাস আমাকে ট্রেনিংয়ের সুবিধাদি দিলে আশা করি টাইমিংটা ভালো হবে।

মেয়েদের বিভাগে ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন শিরিন। এ ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন ১১ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে রুপা ও বিকেএসপির সোনিয়া আক্তার ১২ দশমিক ১০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

ইসমাইলের মতো শিরিনেরও বাংলাদেশ গেমসে এটি প্রথম স্বর্ণ জয়। নিজের অনুভূতি জানাতে শিরিন বলেন, এটা (অনুভুতি) প্রকাশ করার মতো না, এটা অনুভব করার। তো, আমি খুব ভালো অনুভব করছি। এটা আমার প্রথম বাংলাদেশ গেমসে গোল্ড পাওয়া। এর আগে অষ্টম বাংলাদেশ গেমসে বিউটি আপার কাছে দ্বিতীয় হয়েছিলাম।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ট্র্যাকেই লুটিয়ে পড়লেন সুমিতা রানী

ট্র্যাকেই লুটিয়ে পড়লেন সুমিতা রানী

শুটিংয়ের প্রথম স্বর্ণ আমিরার

শুটিংয়ের প্রথম স্বর্ণ আমিরার

অ্যাথলেটিকসে ফরিদ মিয়ার স্বর্ণ জয়

অ্যাথলেটিকসে ফরিদ মিয়ার স্বর্ণ জয়

জমকালো আয়োজনে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

জমকালো আয়োজনে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস