বাংলাদেশ অলিম্পিক এসোসিশেন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের শুটিংয়ে স্বর্ণপদক জিতেছেন আমিরা হামিদ। শুক্রবার শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত নারীদের ৫০ মিটার রাইফেল প্রোন জুনিয়রে ৫৭৬ স্কোর করে স্বর্ণপদক জিতে নেন গুলশান শুটিং ক্লাবের এই শুটার।
ওই ইভেন্টে ৫৭৫ স্কোর করে রুপা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মুমতাহিনা এবং ৫৫৭ স্কোর করে ব্রোঞ্জপদক জয় করেছেন একই ক্লাবের তৌফিকা সুলতানা রজনী।
এদিকে ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন মো. ইউসুফ আলী (আর্মি শুটিং অ্যাসোসিয়েশন), রুপা রিসালাতুল ইসলাম (নারায়নগঞ্জ রাইফেল ক্লাব)এবং ব্রোঞ্জ পান আবদুল্লাহ হেল বাকি (নেভি শুটিং ক্লাব)।
১০ মিটার এয়ার রাইফেল পুরুষ জুনিয়রে স্বর্ণ গেছে অর্নব শারার লাদিফের (নেভী শুটিং ক্লাব) ঘরে।
রুপা পেয়েছেন মো. তামজিদ বিন আলম (আর্মি শুটিং এসোসিয়েশন) এবং রোঞ্জ জিতেন একই দলের সাকিবুল আলম আলামিন।
আতশবাজী, গীতিনাট্য, ডিজিটাল প্রদর্শনী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) পর্দা উঠেছে বঙ্গববন্ধু ৯ম বাংলাদেশ গেমসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভার্চুয়াল মঞ্চে বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের গেমসের ৩১ ডিসিপ্লিনে ৫ হাজার ৩শ’ জন ক্রীড়াবিদ ৩৭৮টি ইভেন্টে ১২৭১টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]